Bangla News Dunia, Pallab : সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক সংস্থা, যার নাম হল ভারত ইলেকট্রনিক, প্রকাশিত করেছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় টেকনিশিয়ান সহ বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।
যেখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থী। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আমাদের উল্লেখিত এই প্রতিবেদনটা পড়ে নিয়ে খুব সহজেই এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করে ফেলতে পারেন, কেননা আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্থ রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের ওতপ্রোতভাবে সাহায্য করবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক বিস্তারিত বিষয়টা।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
নিয়োগকারী সংস্থা : Bharat Electronics Limited
পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি ভারত ইলেকট্রনিক লিমিটেড এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 19.03.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরি প্রার্থীদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হবে মোট 3 ধরনের পদে। সেগুলি হল –
- Engineering Assistant Trainee (EAT)
- Technician ‘C’
- Junior Assistant
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের 3 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে, টেকনিশিয়ান সি পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে SLST+ITI+1 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং অথবা SSLC+3 বছরের জাতীয় অ্যাপেন্টিস সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এদিকে আবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে নূন্যতম B.Com/BBM পাস থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 01.03.2025 তারিখের হিসেবে 18 থেকে 28 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির প্রতিবেদন, মূলত তার জন্য যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করবেন। তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে নিযুক্ত প্রার্থীরা প্রতিমা চেয়ে 24,500 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। এদিকে আবার বাকি রুটি পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 21,500 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 32টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য তাদেরকে চলে যেতে হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পর নিজের যাবতীয় কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি পাওয়া যাবে সেটা এবং প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে।
সেটি পূরণ হয়ে গেলে পরের পেজে সেখানেই যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তারপর সমস্ত কিছু একবার ভেরিফাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের 150 নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। তবে পরীক্ষাতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এর ধাপটাও উত্তীর্ণ হতে হবে।
আবেদন মূল্য (Application Fee) :
Gen, OBC, EWS শ্রেণীর প্রার্থীদের জন্য 250 টাকা আবেদন ফি রাখা হয়েছে। কিন্তু এদিকে আবার SC, ST, PWD, Ex-servicemen ব্যক্তিদের কোনো রকম অ্যাপ্লিকেশনটি লাগছে না।
আবেদন শুরু | 19.03.2025 |
আবেদনের সময়সীমা | 09.04.2025 |