ভারত -চীন কূটনৈতিক আলোচনা কোন পর্যায়ে দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে যোগাযোগ হয়। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে কথাও হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর -আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কিন্তু ভূ -খন্ডের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। আজ শুক্রবার চীন নিয়ে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা বেজিংয়ের সাথে কথা বলেছে। আগামী ২৩ জুন ভারত ,রাশিয়া ,চীন -এই ৩ দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে।

গালওয়াল উপত্যকা

চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান -ঘটনা গুরুতর ,কিন্তু উভয়ই দেশই ন্যায়সঙ্গতভাবে সমস্যা সমাধানে সহমত হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হবে। সামরিক পর্যায়েও আলোচনা চলছে। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত ৩৮০০ কিমি দীর্ঘ ভারত -চীন সীমান্তের বিস্তীর্ণ অংশে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে ভারত। এইসমস্ত অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গালওয়ান সংলগ্ন অঞ্চলে শান্তি ফেরাতে ভারত ও চীনের মেজর জেনারেল ১ ম দিন ৯ ঘন্টা ,২ য়  দিন ৯ ঘন্টা এবং ৩ য় দিন ৭ ঘন্টা নিয়ে মোট ২৫ ঘন্টা ধরে আলোচনা হয়।

সেনাসূত্রে খবর খবর -ভারত চীনকে জানিয়েছে যে চীনা বাহিনীই সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূ -খন্ডে প্রবেশ করেছে। অনৈতিকভাবে গালওয়ানের পিপি ১৪ এলাকায়  তাঁবু তৈরী করেছে ও ভারতীয় ভূ -খন্ডের কিছু হটস্পট এলাকায় প্রবেশ করেছে। বিনা প্ররোচনায় ভারতীয় সেনা জওয়ানদের মারা হয়েছে।

Highlights

১.  ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর -আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

২.  যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হবে। 

৩.  ভারত চীনকে জানিয়েছে যে চীনা বাহিনীই সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূ -খন্ডে প্রবেশ করেছে। 

ভারত    #  চীন     #  সীমান্ত সমস্যা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন