ভারত থেকে পণ্য আমদানি অ্যাপলের ! সফল “Make In India’

By Bangla News Dunia Dinesh

Published on:

apple phone latest model

Bangla News Dunia,  Pallab : ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৬ শতাংশ হারে শুল্ক আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। তার ঠিক আগে ভারতের কারখানায় তৈরি প্রচুর আইফোন এবং অন্যান্য গ্যাজেট ও যন্ত্রাংশ আমেরিকায় নিয়ে গিয়েছে উৎপাদক সংস্থা অ্যাপেল (Apple)। ৫টি বিমান ভরে ওইসব জিনিসপত্র চালান করা হয়েছে। ট্রাম্পের বর্ধিত শুল্ক এড়াতেই মার্কিন সংস্থা অ্যাপেল এই কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

সূত্রের খবর, ৫ এপ্রিল থেকে পারস্পরিক শুল্কের প্রথম ধাপ হিসাবে ভারতীয় পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা। দিনকয়েকের মধ্যে তা আরও বাড়তে চলছে। তাই মার্চের শেষদিকেই মাত্র ৩ দিনের মধ্যে ৫টি বিমানে ভারতের কারখানায় উৎপাদিত জিনিসপত্র আমেরিকা নিয়ে গিয়েছে অ্যাপেল। একইভাবে চিনের উৎপাদনকেন্দ্রগুলি থেকেও তারা প্রচুর পণ্য আমেরিকায় আমদানি করেছে। এর ফলে পারস্পরিক শুল্ক চালু হলেও অ্যাপেল আমেরিকায় বর্তমান দামে আইফোন বিক্রি করতে পারবে। সূত্রটির দাবি, ট্রাম্প সরকার শুল্ক বাড়ালেও ভারতে আইফোনের দাম বাড়ার সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন