ভারত-পাকিস্তান সংঘাতে ধ্বংস হয়েছিল ৪-৫টি যুদ্ধবিমান, নয়া দাবি ডোনাল্ড ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত ও পাকিস্তানের সংঘাতে নামানো হয়েছিল পাঁচটি বিমান। এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পাঁচটি বিমানের মধ্যে ক’টা ভারতের আর ক’টা পাকিস্তানের তা অবশ্য খোলসা করেননি ট্রাম্প। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ট্রাম্পের একটা ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে যুদ্ধবিমান ভেঙে পড়া নিয়ে এখনও নানান দাবি করেছে দুই দেশই। পাকিস্তানের দাবি ছিল, রাফাল-সহ ভারতের ছয়টি যুদ্ধবিমান নামিয়েছে তারা। তবে ভারত সরকার নির্দিষ্ট সংখ্যা জানায়নি। সেই নিয়ে এবার জল্পনা আরও উস্কে দিলেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে নৈশভোজে যোগ দেন ট্রাম্প। সেখানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন,”আমরা অনেকগুলি যুদ্ধ থামিয়েছি। আর সেগুলি যথেষ্ট গুরুতর ছিল। ভারত ও পাকিস্তানের যুদ্ধপরিস্থিতিতে একাধিক বিমান নামানো হচ্ছিল। আমি যতদূর জানি, আসলে পাঁচটি বিমান নামানো হয়। দু’টি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরকে আঘাত করছিল। এটা আসলে নতুন ধরনের যুদ্ধ।”

ট্রাম্প আরও বলেন, “আপনারা দেখেছেন, ইরানের কী অবস্থা করেছি আমরা। ওদের পরমাণু শক্তি ভেঙে দিয়েছি। একেবারে ভেঙে দিয়েছি। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামছিল না। দিনে দিনে বড় আকার ধারণ করছিল। আমরা বাণিজ্যের মাধ্যমে সমাধান বের করি। পরিষ্কার জিজ্ঞেস করি, ব্যবসা-বাণিজ্য চালু রাখতে চাও কি? এভাবে পরস্পরকে লক্ষ্য করে অস্ত্র বা পরমাণু অস্ত্র ছুড়লে আমরা ব্যবসা করব না। দুই দেশই পরমাণু অস্ত্রে শক্তিশালী।” (India-Pakistan Conflict)

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন