Bangla News Dunia, দীনেশ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক (India-Pakistan)। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। পালটা পদক্ষেপ করেছে পাকিস্তানও। উভয় দেশের মধ্যে এই ক্রমবর্ধমান উত্তেজনার আবহেই শান্তি পুনরুদ্ধার কীভাবে করা সম্ভব, তা নিয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে (Pakistan PM Shehbaz Sharif) পরামর্শ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। তিনি শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার পরিবর্তে আক্রমণাত্মক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আপত্তি প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ভারত বিরোধী মন্তব্যও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে সঙ্গে নিয়ে শাহবাজ রবিবার জাতি উমরাহ-এ তাঁদের পারিবারিক বাসভবনে নওয়াজের সঙ্গে দেখা করতে যান। সেখানেই পহেলগাঁওয়ের ঘটনার পর বর্তমানে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে নওয়াজকে জানান শাহবাজ। ভারতের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি, সেই কথাও জানান। সেই সঙ্গে যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য পাকিস্তান কতটা প্রস্তুত, তা নিয়েও আলোচনা হয় শাহবাজ ও নওয়াজের মধ্যে। সূত্রের খবর, নওয়াজ তাঁর ভাইকে শান্তিপূর্ণভাবে কূটনৈতিক উপায়েই দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এরপরই জবাবে সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিলের পাশাপাশি একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানও পালটা পদক্ষেপ করেছে। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। এই পরিস্থিতির মাঝেই পাকিস্তানের বেশকিছু নেতা-মন্ত্রীকে ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে। যার ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকভাবেই আরও খারাপের দিকে এগোচ্ছে। তাই পাক নেতা-মন্ত্রীদের এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি কূটনৈতিক উপায়েই শান্তি ফেরানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান