Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প ৷ এবার এক নতুন দাবি মার্কিন প্রেসিডেন্টের ৷ তিনি জানান, মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় পাঁচটি জেট বিমান গুলি করে নামানো হয়েছিল ৷ তবে ট্রাম্প স্পষ্ট করেননি, কোন দেশের ক’টি বিমান ধ্বংস হয়েছিল ৷ একইসঙ্গে তিনি ফের দাবি করেন, তাঁর হস্তক্ষেপেই ভারত-পাক সংঘর্ষের অবসান হয় ৷
ট্রাম্পের সংঘর্ষ বিরতির দাবি কার্যত প্রত্যাখ্যান করে নয়াদিল্লি ফের জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও মধ্যস্থতা ছাড়াই সেনাবাহিনীর মধ্যে আলোচনার পর উভয় পক্ষ তাদের সামরিক পদক্ষেপ বন্ধ করেছে । শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান সিনেটরদের জন্য আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে অনেক কিছুই চলছিল ৷ চার-পাঁচটি বিমান আকাশ থেকে গুলি করে নামানো হয়েছিল। কিন্তু আমার মনে হয় আসলে পাঁচটি জেট বিমান মাটিতে নামানো হয়েছিল ৷ ব্যাপারটা আরও খারাপের দিকে যাচ্ছিল ৷” তিনি আরও বলেন, “মনে হচ্ছিল যেন সবকিছুই শেষ হয়ে যাবে ৷ দু’টি পারমাণবিক শক্তিধর দেশ এবং তারা একে অপরকে আঘাত হানছিল ৷”
ট্রাম্প বলেন, “কিন্তু ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে লড়াই করছিল ৷ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। আমরা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি সমাধান করেছি । আমরা বলেছিলাম, তোমরা বাণিজ্য চুক্তি করতে চাও। যদি তোমরা অস্ত্র এবং সম্ভবত পারমাণবিক অস্ত্র ছাড়তে না-চাও, তাহলে আমরা বাণিজ্য চুক্তি করছি না। উভয়ই অত্যন্ত শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র ৷”
তিনি জানান, তাঁর প্রশাসন ছয় মাসে যা অর্জন করেছে, আট বছরে কোনও প্রশাসন তা করতে পারেনি ৷ ট্রাম্পের কথায়, “এমন কিছু যা নিয়ে আমি খুব গর্বিত, আমরা অনেক যুদ্ধ বন্ধ করেছি। আর এগুলো ছিল গুরুতর যুদ্ধ ৷” 10 মে থেকে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে বেশ কয়েকবার দাবি করেছেন যে, ভারত ও পাকিস্তান সংঘর্ষ থামাতে তিনি সাহায্য করেছেন ৷
22 এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ নামে 6 মে রাতে পাকিস্তানে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা ৷ পাকিস্তানও পাল্টা হামলা করে ৷ টানা চারদিন দু’দেশের মধ্যে সংঘর্ষ চলে ৷ অবশেষে 10 মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান ৷
আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন
আরও পড়ুন:- তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন