Bangla News Dunia , অজয় দাস :- ইসরায়েল ও প্যালেস্টাইনের হামাস আতঙ্কবাদী গোষ্ঠীর মধ্যে যুদ্ধের আবহে ইসরায়েলকে সমর্থন করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইটারের মাধ্যমে একটি টুইট করে বিশ্বের ২৫ টি দেশকে ধন্যবাদ জানিয়েছেন।
এই টুইটে তিনি , যেই সকল দেশ ইসরায়েলকে সাপোর্ট করেছে তাদের দেশের পতাকা লাগিয়ে লিখেছেন যে , ইসরায়েল নিজের দেশের রক্ষার জন্য যেই পদক্ষেপ নিয়েছে তাতে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ।
আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন
এই টুইটে তিনি ভারতের পতাকা লাগাননি , কারণ ভারতের তরফ থেকে ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। প্রধানমন্ত্রী মোদী আর বেঞ্জামিন নেতানিয়াহু একে অপরকে বন্ধু বলেন। কিন্তু বন্ধুর পাশে দাঁড়ালেন না প্রধানমন্ত্রী মোদী। এছাড়া এশিয়ার মধ্যে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু হলো ভারত। আর ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ও গভীর।
🇺🇸🇦🇱🇦🇺🇦🇹🇧🇦🇧🇷🇧🇬🇨🇦🇨🇴🇨🇾🇨🇿🇬🇪🇩🇪🇬🇹🇭🇳🇭🇺🇮🇹🇱🇹🇲🇩🇳🇱🇲🇰🇵🇾🇸🇮🇺🇦🇺🇾
Thank you for resolutely standing with 🇮🇱 and supporting our right to self defense against terrorist attacks.— Prime Minister of Israel (@IsraeliPM) May 15, 2021
ইসরায়েল ভারতের বড় ডিফেন্স পার্টনার। এমনকি ইসরায়েল এও ঘোষণা করে রেখেছে ভারতের উপরে যদি কোনো দেশ হামলা করে তবে তা ইসরায়েলের উপর হামলা মানবে ইসরায়েল। এই অবস্থায় ইসরায়েলের পাশে দাঁড়ানো কি উচিত ছিল ভারতের ?
আপনার কি মত , নিচে কমেন্টে লেখুন।
আরো পড়ুন :- লক ডাউনের মধ্যে ও সুরা প্রেমীদের জন্য আসলো সুখবর