ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল সুশীলা কার্কির মুখে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে তিনি এগিয়ে বলে খবর। দেশটির সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে নমস্কার জানাই। ওঁর সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে।’ ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তাঁর বক্তব্য, ‘ভারতের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। ভারত সবসময় নেপালের পাশে থেকে সাহায্য করেছে।’
জেন জেড বিক্ষোভে উত্তাল নেপাল। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। তাঁদের মধ্যে অন্যতম কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। কিন্তু তিনি নিজেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কিকে চাইছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন্দ্র লিখেছেন, ‘দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আমি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন করছি।’
অন্তর্বর্তী সরকারের প্রধান বেছে নিতে বুধবার আন্দোলনকারীরা কাঠমান্ডুতে আলোচনায় বসেছিলেন। কয়েক ঘণ্টা আলোচনার পর হাজার হাজার আন্দোলনকারী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে সমর্থন জানান। ৭২ বছরের সুশীলা ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির জন্য তিনি সম্মানিত। দেশ পুনর্গঠনের ডাক দিয়ে সুশীলা বলেছেন, ‘পরিস্থিতি এখন খুবই কঠিন। আমরা নেপালের উন্নয়নে একসঙ্গে কাজ করব। নতুন সূচনা করব।’