Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– বৃষ্টির মরশুমে ছাদ চুঁইয়ে জল পড়ার যন্ত্রণা ভোগ করতে হয়ে অনেককেই। এই ধরনের বাড়ির ক্ষেত্রে লিকেজের সমস্যা এড়িয়ে যাওয়ার মতো নয়। জল পড়ার সমস্যা না হলেও বাড়ির সার্বিক সৌন্দর্যকেও খারাপ করতে পারে লিকেজের সমস্যা। বর্ষায় ছাদের জমা জল থেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। যত দ্রুত সম্ভব ছাদকে ওয়াটারপ্রুফ করে তোলা জরুরি।
আশ্রয়ের প্রথম শর্ত হল ঘর বা মাথার ছাদ। মাথার উপর ছাদকে শক্ত করা বাড়ির ‘সুস্বাস্থ্যে’র জন্য জরুরি। বাড়ির ছাদ, টেরেস এমনই জায়গা, যেখানে সব জল এসে জমা হয়। ছাদের মেরামতি না করালে, এই জমা জলই ফাটল, ক্ষয় ধরে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। বাড়ির ছাদকে ওয়াটারপ্রুফ করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। মাথার ছাদ কিন্তু প্রত্যেক প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখে আপনাকে।
Asian Paints নিয়ে এসেছে Damp Proof এবং Damp Proof Ultra-র মতো সমাধান। SmartCare রেঞ্জের এই প্রোডাক্ট গুলি তৈরি করা হয়েছে আপনার বাড়ির ছাদ ও টেরেসকে ওয়াটারপ্রুফ করার কথা মাথায় রেখেই। Damp Proof এবং Damp Proof Ultra-র ঘন ও টেক সই আপনার ছাদের জন্য সেরা ওয়াটারপ্রুফিংয়ের ব্যবস্থা করে।
কোনও বাড়ির জন্য ছাদ সবচেয়ে গুরুত্বের। বাড়ির এই উন্মুক্ত অংশ প্রতি মুহূর্তেই প্রকৃতির রোদ, জল, ঝড়ের সঙ্গে লড়াই করছে। এর ফলে তার অনেক ক্ষতিও হয়। ক্ষতিগ্রস্ত ছাদ সম্পূর্ণ মেরামত বা ছাদের ফাটল মেরামতের তুলনায় সমাধান অনেক বেশি ব্যয় সাধ্য।
বাড়ির সুস্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্ত নিন এবং ওয়াটারপ্রুফ করিয়ে নিয়ে নিরাপত্তার আরও স্তর যোগ করুন। এই সমাধানই আপনার বর্ষাকে উপভোগ করার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “