‘ভালোবেসে বিয়ে ? বিপদে না পড়লে দম্পতিকে পুলিশি পাহারা নয়, বলল আদালত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিয়ের আগে প্রেম করে পালিয়ে গেলেই কি পুলিশকে বলতে পারবেন, ‘ভাই, একটু পাহারা দাও’? এলাহাবাদ হাইকোর্ট বলছে—না, এত সহজ না! ভালোবেসে বিয়ে করলে একটু সাহস, একটু পরিণতিও থাকা দরকার। আদালতের কথায়, ‘পালিয়ে বিয়ে করলেই পুলিশ প্রোটেকশন দাবি করা যাবে না, যদি না সত্যিই জীবন ও স্বাধীনতা বিপন্ন হয়।’

আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন

সম্প্রতি শ্রেয়া কেশরওয়ানি ও তাঁর স্বামী পুলিশের সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। তাঁদের আশঙ্কা ছিল, আত্মীয়স্বজন তাঁদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে আক্রমণাত্মকভাবে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু বিচারপতি সৌরভ শ্রীবাস্তব সেই আবেদন খারিজ করে বলেন, ‘এমন দম্পতিদের একে অপরের পাশে দাঁড়ানো শিখতে হবে এবং সমাজের মুখোমুখি হওয়ার সাহস রাখতে হবে।’

বিচারপতি শ্রীবাস্তব সাফ জানিয়ে দিয়েছেন, ‘ভালোবাসা যদি এতই মজবুত হয়, তবে সমাজের চোখ রাঙানিও সহ্য করার মতো মনের জোর থাকা উচিত।’ আদালত বলেছে, আত্মীয়স্বজন যদি সত্যি কোনও হুমকি দেয়, তবে অবশ্যই সাহায্য করা হবে। কিন্তু শুধু বাবা-মায়ের অমতে ভালোবেসে পালিয়ে বিয়ে করলেই ‘পুলিশি নিরাপত্তা চাই’ বলে ছুটে এলে সেটা মানা যাবে না।

আদালতের আরও স্পষ্ট বক্তব্য, ‘পুলিশ যদি মনে করে সত্যিই বিপদ আছে, তাহলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু কোনও এফআইআর নেই, পুলিশকে কিছু বলা হয়নি— এসব বাদ দিয়ে শুধু আদালতের ওপর ভরসা করলে চলবে না।’

আগেও সুপ্রিম কোর্টের এক রায়ে (লতা সিং বনাম উত্তরপ্রদেশ সরকার) বলা হয়েছে, শুধু নিজেদের ইচ্ছায় পালিয়ে বিয়ে করলেই সুরক্ষা পাওয়া যায় না। তবে উচ্চ আদালত এটাও বলেছে, ভবিষ্যতে কোনও বাস্তব বিপদের আশঙ্কা থাকলে পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারবে। আপাতত যেহেতু তেমন কোনও আশঙ্কা নেই, তাই আদালতের হস্তক্ষেপের দরকার পড়ছে না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন