Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা যুবকের। একটি হোটেল রুম থেকে দেহ উদ্ধার হয়। ওই যুবকের একটি ভিডিও সামনে আসার পরই জানা যায় কী কারণে তিনি আত্মহত্যা করেছেন। ওই ভিডিওতে যুবককে বলছেন, ‘এই ভিডিওটি যতদিন পাবেন, ততদিনে আমি এই পৃথিবীতে থাকব না। ছেলেদের জন্য আইন থাকলে হয়তো এই অন্যায় পদক্ষেপ নিতাম না। আমি আমার স্ত্রী ও শ্বশুরবাড়ির মানসিক নির্যাতন সহ্য করতে পারিনি। সেজন্যই এই পদক্ষেপ নিচ্ছি। বাবা, মা, আমাকে ক্ষমা করো।’
আত্মহত্যাকারী যুবকের নাম মোহিত যাদব। একটি সিমেন্ট কোম্পানির ফিল্ড ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন তিনি। তিনি আউরাইয়া জেলার দিবিয়াপুরের বাসিন্দা ছিলেন। প্রিয়া যাদব নামের এক মেয়েকে বিয়ে করেন তিনি। সব ঠিকই চলছিল। এরই মধ্যে প্রিয়া বিহারের সমস্তিপুরে প্রাথমিক শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। অভিযোগ, তারপর থেকেই স্বামীর উপর অত্যাচার শুরু করেন তিনি। মা ও ভাইয়ের নির্দেশে প্রিয়া মোহিতকে উত্ত্যক্ত করতে থাকেন। বাড়ি ও জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
আরও পড়ুন:- পুরুলিয়ায় ভূতের আতঙ্ক ! ভয় কাটাতে রাত্রিযাপন করবে বিজ্ঞান মঞ্চ । জানুন বিস্তারিত
মৃতের ভাই তরণ প্রতাপ জানান, ‘আমার ভাই মোহিত নয়ডায় একটি সিমেন্ট কোম্পানিতে কাজ করত। নয়ডাতেই থাকতেন প্রিয়া। সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সাত বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে করেন। বিয়ের পর তিন মাস সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু চাকরি পাওয়ার পর থেকে প্রিয়া হয়রানি করতে থাকেন। তিনি আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছিলেন।’
স্থানীয় এসপি সিটি অভয় নাথ ত্রিপাঠী জানান, রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত জলি হোটেল থেকে খবর পাওয়া যায়। মোহিত কুমার ১০৫ নম্বর রুম ভাড়া করেছিলেন। তারপর আর হোটেল রুম থেকে বের হননি। তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:- কীভাবে ও কারা হিংসা ছড়াল মুর্শিদাবাদে? জানুন শুরু থেকে শেষ পর্যন্ত