ভালো চাকরি পাচ্ছেন না ? মেনে চলুন কিছু উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : যোগ্যতা সত্ত্বেও অনেকে ভালো বা ইচ্ছা অনুসারে চাকরি পাওয়া যায় না। জ্যোতিষ অনুযায়ী, গ্রহর কিছু অশুভ প্রভাবের ফলে এমন হয়ে থাকে। কিন্তু কয়েকটি উপায় জানানো হয়েছে, যা পালন করলে বেকারত্ব দূর হতে পারে ও স্বপ্নের চাকরি পেতে পারেন।

সহজ কিছু টোটকা দেখুন একনজরে ——-

১. চাকরি পাওয়ার প্রথম উপায় হল মাসের প্রথম সোমবার, সাদা কাপড়ে কালো চাল বেঁধে ও লাল জবা ফুল নিয়ে মা কালীকে অর্পণ করুন।

২. রোজ সকালবেলায় পাখিকে দানা খাওয়ালেও বেকারত্ব দূর হয়। ৭ প্রকারের শস্য মিশিয়ে তা পাখিকে খাওয়ানো উচিত। তাতে ভালো ফল পাবেন আপনি।

avilo home

৩. প্রতি মঙ্গল ও শনিবার বজরংবলীর পুজো করুন। উড়ছেন এমন বজরংবলীর ছবি বাড়িতে লাগান। রোজ তাঁর পুজো করুন। এমন করলে শীঘ্র ভালো চাকরি পাবেন।

৪. প্রতি শনিবার শনি দেবের পুজোর সময় ‘ওম শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রের ১০৮ বার জপ করা উচিত। এর ফলে রাশিতে উপস্থিত সকল সমস্ত বাধা দূর হয় ও তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়।

৫. ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বাড়ি থেকে দই ও চিনি খেয়ে যাওয়া উচিত। বাড়ি থেকে বেরনোর সময় নিজের ডান পা আগে রাখুন।

৬. ইন্টারভিউতে যাওয়ার আগে একটি লেবুর ওপরে চারটি লবঙ্গ পুতে দিন। এর পর একে নিয়ে ‘ওম শ্রী হনুমন্তে নমঃ’ মন্ত্রের ১০৮ বার জপ করুন। এই লেবুটি নিজের কাছে রেখে নিন। যখনই ইন্টারভিউতে যাবেন, এটি নিজের সঙ্গে নিয়ে যান। শীঘ্রই আপনি চাকরি চাকরি পেতে পারেন।

৭. ইন্টারভিউতে যাওয়ার সময় গোরুকে ছোলা ও গুড় বা আটার মধ্যে গুড় রেখে খাওয়ালেও চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হয়। নিজের হাতে গোরুকে খাওয়ালে ভালো ফল পাওয়া যাবে।

৮. চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে ক্ষয়স্রদিন সূর্যোদয়ের আগে স্নান করে নিন। স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে নেবেন। ভগবানের সামনে ১১টি ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করুন। এমন করলে আপনার মনস্কামনা শীঘ্র পূর্ণ হবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন