Bangla News Dunia , অজয় দাস :- যৌন সুখ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় ভায়াগ্রা। কিন্তু বেশ কয়েকটি গবেষণা বলছে ভায়াগ্রা ব্যবহারের ফলে শরীরে দেখা যায় পার্শপ্রতিক্রিয়া। এর অতিরিক্ত ব্যাবহারে ঝুঁকি হতে পারে। হার্ট ফেলিওর , স্টোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ , হাই ও লো প্রেসারের সমস্যা , মাথাধরা ক্লান্তিভাবের মতো পার্শপ্রতিক্রিয়া দেখা যায়। নাইট্রোগ্লিসারিন , নাইট্রোপেস্ট , আইসোবিউটাল নাইট্রেটর ঔষধ নিয়মিত ব্যবহার করলে ভায়াগ্রা সেবন নিষিদ্ধ। তাই আপনি যদি কোনো প্রকার ঔষধ খেয়ে থাকেন তবে ভায়াগ্রা না খাওয়াই ভালো। আর এছাড়াও ডাক্তাররা বলেন , যতটা সম্বভ ভায়াগ্রা থেকে দূরে থাকা সম্বভ ততটাই দূরে থাকা উচিত। মজার দাম সাজাতে দিতে হতে পারে।
আরো পড়ুন :- হস্তমৈথুনের চরম পরিণতি , বন্ধ হলো হৃদযন্ত্র ! সাবধান হন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- কোনো দিনও ‘ মশার টর্ণেডো ‘ দেখেছেন ? দেখুন ভাইরাল ভিডিও