Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছবা’। ছত্রপতি শিবাজীকে নিয়ে এই জীবনীচিত্র নানা মহলে প্রশংসিত হয়েছে। এসেছে মিশ্র প্রতিক্রিয়াও। কিন্তু অনেকেই তাকিয়ে ছিলেন, ইতিহাসধর্মী এই ছবিতে শিবাজির ভূমিকায় ভিকিকে কেমন লাগে ক্যাটরিনার? প্রথম থেকেই এই ছবিকে সাপোর্ট করেছেন ক্যাটরিনা। কিছু দিন আগে ছবির পোস্টারও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। এ বার সিনেমা দেখে প্রতিক্রিয়া লিখলেন ভিকি-ঘরণী। তিনি যে শুধু স্বামী ভিকির প্রশংসায় পঞ্চমুখ, তা কিন্তু নয়। ছবির পরিচালক ও বাকি অভিনেতাদেরও ভালো কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
ক্যাটরিনা লিখেছেন, ‘এই সিনেমা এক ইতিহাসের সামনে দাঁড় করায়। পর্দায় ছত্রপতি শিবাজির চরিত্রকে যে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সিনেমার ইতিহাসে এক স্মারক হয়ে থাকবে। ছবির পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অবলীলায়, অনায়াস ভাবে উপস্থাপন করেছেন। সিনেমার শেষের ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আমি এক বার এই সিনেমা দেখেছি। আরও এক বার দেখতে চাই।’
সিনেমাটি যে ক্যাটরিনার ভালো লেগেছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ভিকির অভিনয় কেমন লাগল? ভিকিকে ইনস্টাগ্রামে ট্যাগ করে অভিনয় নিয়ে ক্যাটরিনা লেখেন, ‘পর্দায় ভিকির পারফরম্যান্স অনবদ্য। তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখেছি। আমি তোমাকে এবং তোমার অভিনয় ক্ষমতা নিয়ে গর্বিত।’
আরও পড়ুন:- ATM-এ টাকা তুলতে গিয়ে ‘সর্বস্ব’ খোয়ালেন একাধিক গ্রাহক, কিভাবে ?