Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন।
দেখছেন পেছনে বসে ছাত্রগুলো দুষ্টমি করছে।
তিনি এক ছাত্রকে দাঁড়াতে বললেন। এরপর জিজ্ঞেস করলেন—
শিক্ষক: বল, দামোদর নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: মাটির ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে দেখা, দামোদরের জলধারা কোথা দিয়ে বইছে।
ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। জল লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নেই!
> বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে—
মালিক: রবিন, বাগানে জল দিয়ে আয় যা। কত বেলা হয়ে গেলো এখনো গাছে জল দিসনি আজ!
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!
> একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিল।
এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।
> দুই বন্ধু গিয়েছে শিকারে।
এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করল।
ফিসফিস করে এক বন্ধু বলল অপরজনকে,
‘তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল। আর আমি পিছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এল!’
> শিক্ষক: খোকা, তুমি হোমওয়ার্ক করোনি কেন?
ছাত্র : স্যার, আমি তো হোস্টেলে থাকি।
শিক্ষক: তাতে কী হয়েছে?
খোকা: আপনি তো হোমওয়ার্ক করতে বলেছেন, হোস্টেলওয়ার্ক তো করতে বলেননি।
> হাবলু: বাবা, এক ভদ্রলোক এসেছেন। তিনি সুইমিংপুল বানাবেন। চাঁদা চাইছেন।
বাবা: ওকে এক মগ পানি দিয়ে বিদায় করে দে।
> ছেলে: বাবা তুমি অন্ধকারে লিখতে পারো?
বাবা: পারি। কী লিখতে হবে?
ছেলে: বেশি কিছু না বাবা। শুধু আমার রিপোর্ট কার্ডে স্বাক্ষর দিলেই হবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)
আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য