Bangla News Dunia, দীনেশ :- শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। শুরুতেই থাবা বসাতে পারে বৃষ্টি। তেমনই পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আলিপুর হাওয়া অফিস। সেই পূর্বাভাস মতোই শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হয়েছে ইডেনের সবুজ গালিচা। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে আইপিএল শুরুর আগের সন্ধ্যায় অনুশীলন না করেই হোটেলে ফিরে গিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি দল।
আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য
শুক্রবার বিকেল থেকেই কলকাতায় শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত। আগামীকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরুর আগের সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে অনুশীলন করতে এসেছিল দুই দলই। কিন্তু বৃষ্টির কারণে কোনও দলই ঠিক মতো অনুশীলন করতে পারেনি। তবে ৬টা বাজার আগে থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে মাঠকর্মীরা এসে পুরো মাঠ ঢেকে দেন। ক্রিকেটারেরাও নিজ নিজ খেলার সরঞ্জাম নিয়ে ফিরে যান সাজঘরে। এমনকি রাতের দিকে বলিউড অভিনেতাদের যে মহড়া ছিল, সেটাও বাতিল করা হয়।
আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন
শুক্রবারের পাশাপাশি শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন ‘কমলা সতর্কতা’ জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা ছাড়াও আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হবে। শনিবার আইপিএলের সূচণা হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে। ৭টায় টস। তার আগে সন্ধ্যা ৬টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। তবে বৃষ্টি পড়লে ভেস্তে যেতে পারে যাবতীয় পরিকল্পনা। ফলে স্বভাবতই উৎকণ্ঠা বাড়ছে ক্রিকেটার থেকে সমর্থকদের।
আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন