ভিড় সামাল দিতে অতিরিক্ত লোকাল চলবে শিয়ালদা শাখায়, কোন রুটে কত ট্রেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যাত্রী ভিড় সামাল দিতে আরও 5টি অতিরিক্ত ট্রেন চালু করল শিয়ালদা শাখা ৷ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় 5টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ যাত্রীদের ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ রেলের ৷

লোকাল ট্রেনকে যাত্রীদের লাইফলাইন বলা হয়ে থাকে ৷ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জীবন-জীবিকার তাগিদে যাতায়াত করেন ৷ আর লোকাল ট্রেনই হল তাঁদের একমাত্র ভরসা। শিয়ালদা শাখার বিভিন্ন রুটে ক্রমে বাড়ছে যাত্রী সংখ্যা। তাই যেভাবে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে শিয়ালদা ডিভিশনের যত সংখ্যক লোকাল ট্রেন পরিষেবা দেয় সেই সংখ্যা অপ্রতুল।

পূর্ব রেলের শিয়ালদা শাখার জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “শিয়ালদা ডিভিশনে প্রতিদিন 900টি এমু লোকাল ট্রেন পরিষেবা দেয়। তবে যাত্রীদের যাতে ট্রেনে চাপাচাপি করে যেতে না-হয় তাই ভিড় সামাল দিতে রুট বুঝে মাঝে-মধ্যেই বাড়ানো হচ্ছে লোকাল ট্রেনের সংখ্যা। এবার দমদম ক্যান্টনমেন্ট ও বনগাঁ শাখার মধ্যে অতিরিক্ত 5টি ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে। তার মধ্যে শিয়ালদা-ডায়মন্ড হারবার সেকশনে তিনটি ইএমইউ স্পেশাল সার্ভিস এবং বারাসত-বসিরহাট সেকশনে দু’টি ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কোথা থেকে কখন ট্রেনগুলি ছাড়়বে ?

  • সোনারপুর-ডায়মন্ড হারবার ইএমইউ স্পেশাল ট্রেন ৷ সোনারপুর থেকে ভোর 5টায় ডায়মন্ড হারবারের দিকে রওনা দেবে ৷
  • ডায়মন্ড হারবার-বালিগঞ্জ ইএমইউ স্পেশাল ট্রেন ৷ ডায়মন্ড হারবার থেকে ভোর 6.30 মিনিটে ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে এবং 7.56 নাগাদ ৷
  • বালিগঞ্জ-সোনারপুর ইএমইউ স্পেশাল ট্রেন ৷ বালিগঞ্জ থেকে সকাল 8.14 মিনিটে ছেড়ে 8.33 মিনিটে সোনারপুরে পৌঁছবে।
  • বারাসত-বসিরহাট বারাসত থেকে সকাল 6.25 মিনিটে ছেড়ে বসিরহাটে পৌঁছবে 7.25 মিনিটে।
  • বসিরহাট-বারাসত ইএমইউ স্পেশাল ট্রেন বসিরহাট থেকে সকাল 7.35 মিনিটে ছেড়ে সকাল 8.37 মিনিটে বারাসত পৌঁছবে।

বিধাননগর ও দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই দমদম ক্যান্টনমেন্ট থেকে অতিরিক্ত ট্রেন চালানোর এই সিদ্ধান্ত। এর আগে গত মাসের তারিখ থেকে নামখানা ও ক্যানিং শাখায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামিল দিতে কয়েকটি বিশেষ ট্রেন চালানো শুরু করে রেল ৷ ট্রেনগুলির রুট বালিগঞ্জ থেকে নামখানা, ক্যানিং ও সোনারপুর ৷

আরও পড়ুন:- দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন ? এই ঘরোয়া উপায়ে কয়েক মিনিটেই কাজ হবে

আরও পড়ুন:- বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রাইফেল বানাচ্ছে ভারত, মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন