Bangla News Dunia, অজয় দাস :- দেশে গত কাল থেকেই ১৮ বছরের ঊর্ধে সকলের জন্য টিকা লাগানো শুরু হয়ে গেছে। কিন্তু তারই মধ্যে দেশের এমন অনেক রাজ্য আছে যারা এখনো নিজের রাজ্যে টিকা করন কর্মসূচি চালু করতে পারেনি। কারণ হলো ভ্যাকসিনের অভাব। আর বাংলা ও ওই রাজ্য গুলির মধ্যে একটা যেখানে টিকার অভাবে এখনো টিকা করন কর্মসূচি চালু করা যায়নি।
আরো পড়ুন :- সূত্রের খবর , রেজাল্ট শেষেই সম্পূর্ণ লক ডাউনে যেতে পারে রাজ্য
এবার দেশের টিকার চাহিদা পূরণ করতে রাশিয়া থেকে আসলো স্পুটনিক ভি ভ্যাকসিন। তবে তা খুবই কম মাত্র দেড় লাখ যা ভারতের জনসংখ্যার তুলনায় খুবই কম। তবুও বর্তমান অবস্থায় এই টিকা ও অনেক বেশি। কারণ যত বেশি পরিমান মানুষ টিকা পাবেন। করোনা ছড়িয়ে পরা ততটাই কমবে।
Sputnik is 3rd #Covid vaccine after Covishield, Covaxin to get approval by Indian regulators pic.twitter.com/DhipVWbQIG
— Sidhant Sibal (@sidhant) May 1, 2021
তবে কেন্দ্র সরকার স্বদেশী টিকা কোভ্যাকসিন এর বেশি পরিমানে উৎপাদনের উপর জোর দিয়েছে। তার জন্য কেন্দ্র সরকার চাইছে দেশের চাহিদা পূরণের জন্য কোভ্যাকসিনের ফর্মুলা শর্তসাপেক্ষ ভাবে অন্য কোম্পানিকে দেওয়া। যাতে করে বেশি পরিমানে এই টিকা উৎপাদন করা যায়। কেন্দ্র সরকার দেশ ও দেশের বাইরে এই টিকা উৎপাদনের উপর জোর দিয়েছে।
দেশের বাইরের টিকার কিছু অংশ ভারত পাবে আর বাকিটা বিভিন্ন দেশে সাপ্লাই করা হবে। আর দেশের মধ্যে যত টিকা উৎপাদন করা হবে তা দেশের মধ্যেই ব্যাবহার করা হবে। আমাদের দেশে ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউট ছাড়াও প্রায় ৩০০০ টির বেশি মেডিসিন উৎপাদন কারী সংস্থা রয়েছে। তাদের মধ্যে কম করে ৩০০ টি সংস্থা করোনার ভ্যাকসিন উৎপাদনের জন্য যোগ্য। যদি এই সকল সংস্থাকে শর্তসাপেক্ষে ভ্যাকসিন উৎপাদনে কাজে লাগানো যায় তবে দেশের ভ্যাকসিনের চাহিদা খুব কম সময়ে সম্পূর্ণ হতে পারে।
আরো পড়ুন :- বাড়িতেই করতেই হতে পারে করোনা রোগীর চিকিৎসা ! জেনে রাখুন হাতের কাছে কি রাখবেন
কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ভারত বায়োটেক কি রূপ শর্ত রাখবে তাদের ভ্যাকসিনের ফর্মুলা দেবার জন্য তা ভারত বায়োটেক নিজেরাই ঠিক করবে। সরকার উভয় সংস্থাকেই সম্পূর্ণ রূপে সাহায্য করবে যাতে করে বেশি পরিমানে টিকা উৎপাদন করা যায়।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এবার খোলা বাজারে আসতে চলেছে করোনার ট্যাবলেট
The Russian Covid vaccine Spuntik V supplies arrive on a day when India began vaccination of all its adult population. The Russian vaccine is expected help Indian vaccination drive & meet the shortfall. #COVID19 https://t.co/VxdwgAQdlc pic.twitter.com/RrnGxce4Qo
— Sidhant Sibal (@sidhant) May 1, 2021