Bangla News Dunia, Pallab : বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে ১৬ জুলাই সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই মিছিল থেকে তাঁরা এই বার্তাই দিতে চান, বাংলা ও বাঙালিকে অপমান করলে রাস্তায় জবাব দেবে তৃণমূল।
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের
একুশে জুলাই ‘শহিদ দিবস’-এর আগেই প্রতিবাদ জানিয়ে রাজপথে নামতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুলাই তিনি একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন। ওই দিন বেলা ১টায় মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে। মিছিলের পর একটি সভা হবে। সেই সভায় মুখ্যমন্ত্রী বক্তৃতা করতে পারেন। একই দিনে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত জেলায় জেলায় মিছিল হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে।
রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ১৬ জুলাই শুধুমাত্র কলকাতাতেই নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিবাদ মিছিল সংঘটিত করা হবে তৃণমূলের তরফে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন। একই দিনে দুপুর ২টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, “বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্তা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?” চন্দ্রিমার দাবি, এই বিষয়টি নিয়ে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পদক্ষেপ নেওয়ার জন্য বারবার রাজ্যের তরফে চিঠি দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি শাসিত রাজ্যগুলি। উলটে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার।
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলছেন, তাঁরা নাকি ‘বাংলাদেশি’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের মতে, এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের অপমান।
আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন














