ভুলেও কোন জিনিস গুলি উপহার হিসাবে দিতে ও নিতে নেই জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- আমাদের সকলেরই উপহার পেতে ভালো লাগে। আবার অনেকে কউকে উপহার দিয়ে আনন্দ পান। এই উপহার দেবার ক্ষেত্রে ও নেবার ক্ষেত্রে আমাদের কিছু সঠিক নিয়ম পালন করা উচিত। জ্যোতিষ শাস্ত্র মতে , এমন অনেক জিনিস আছে যা আমাদের কউকে দিতে বা নিতে নেই। এতে আমাদের জীবনে মারাত্মক প্রভাব দেখা দিতে পারে। জীবনে আসতে পারে বিবাদ , অশান্তি, আর্থিক অনটন , কলহ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস গুলি আমাদের কউকে উপহার হিসাবে দিতে বা নিতে নেই।

আরো পড়ুন :- বাস্তুর এই নিয়মগুলি সঠিক ভাবে পালন করলে জীবনে সাফল্য ও আর্থিক উন্নতি আসবেই

১. ভগবানের ছবি বা মূর্তি :- আপনি আপনার কোনো প্রিয় মানুষকে কোনো ঠাকুরের ছবি বা মূর্তি দিলেন , কিন্তু সে সেই জিনিসটি সঠিক কোথায় রাখা দরকার তা জানে না বা সঠিক জাগায় রাখলো না বা সঠিক যত্ন নিলো না। এতে উভয়ের মারাত্মক ক্ষতি হতে পারে।

২. কাজের জিনিস :- আপনি যেই কাজ করেন আপনার সেই কাজের সাথে যুক্ত জিনিস অন্য মানুষকে দিতে নেই। এতে যেমন আপনার কাজের ক্ষতি হতে পারে। তেমনই নিজের পেশার ক্ষতি হতে পারে।

৩. জল জাতীয় কোনো জিনিস :- যেমন কোনো জলের পাত্র , মাছের ফিস বোল কাউকে উপহার হিসাবে দেবেন না বা কারো থেকে উপহার হিসাবে নেবেন না।

৪. টাওয়াল ও রুমাল :- কোনো মানুষকে ভুল করেও টাওয়াল ও রুমাল দেবেন না। এতে ওই দুই ব্যাক্তির মধ্যে বিবাদ দেখা দিতে পারে , এমনকি বিবাদ সম্পর্কের ভাঙন পর্যন্ত গড়াতে পারে।

৫. ছুরি বা তলোয়ার :- কোনো মানুষকে ছুরি বা তলোয়ার উপহার হিসাবে দেবেন না বা উপহার হিসাবে গ্রহণ করবেন না। এতে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

আরো পড়ুন :- বিবাহিত জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন এই টোটকা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।

ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন