ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিজেপি বাংলায় ভূতুড়ে ভোটারদের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় ৷ এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ তাদের দাবি, বিজেপির এই প্রচেষ্টা রুখে দিয়ে মানুষের ভোটাধিকার রক্ষা করতে চেষ্টা করবে তারা ৷ সেই লক্ষ্যেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি, সাংসদ ও বিধায়কদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন রাজ্য সভাপতি সুব্রত বকসি ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত কোর কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । তবে এদিনের বৈঠকে ছিলেন না শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সাংসদ সাগরিকা ঘোষ ।

প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূলত ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয় । দলের পক্ষ থেকে পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়, যাতে ভোটার তালিকার কারচুপি রোধ ও ভূতুড়ে ভোটারদের চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন

Trinamool Congress

তৃণমূল ভবনে বৈঠক

 

এই নিয়ে তৃণমূলের পাঁচ দফা নির্দেশিকা

1. একই এপিক নম্বরে একাধিক নাম: যদি একটি এপিক নম্বরে ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়, তবে সেগুলি আলাদা করে নথিভুক্ত করতে হবে ।

2. অযোগ্য ভোটার চিহ্নিতকরণ: যাদের ভোট দেওয়ার অধিকার নেই, এমন নামগুলিকে ভোটার তালিকা থেকে আলাদা করে চিহ্নিত করতে হবে ।

3. ভোটার যাচাই: প্রতিটি বিধানসভার প্রতিটি বুথের ভোটার তালিকায় স্ক্রুটিনি চালাতে হবে এবং প্রত্যক্ষভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে ।

4. ভুলভাবে বাদ পড়া নাম পুনরায় নথিভুক্ত করা: অনিয়ম বা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ফের অন্তর্ভুক্ত করতে হবে ।

5. অনলাইনে নতুন নথিভুক্ত ভোটারদের বিশেষ নজরদারি: যাঁরা অনলাইনের মাধ্যমে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের তথ্য খতিয়ে দেখতে হবে ।

 

 

ভূতুড়ে ভোটার ইস্যুতে পদক্ষেপ তৃণমূলের

বৈঠকে দলের নেতারা ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে কীভাবে আরও কড়া পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে কৌশল ঠিক করা হয় । সূত্রের খবর, শনিবার থেকে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে রাজ্যজুড়ে বড়সড় অভিযান শুরু করতে চলেছে তৃণমূল ।

এই ইস্যুতে আরও বেশি করে ময়দানে নামার নির্দেশ –

ব্লক, জেলা, পঞ্চায়েত ও শহরস্তরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করা হবে ।

প্রতিটি কমিটি সদস্যকে তিনটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তারা ভুয়ো ভোটারদের চিহ্নিত করবেন ।

10 দিনের মধ্যে ভোটার তালিকা যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে ।

প্রত্যেক জেলায় কোর কমিটি

এদিনের বৈঠকে প্রত্যেক জেলায় এই কাজের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সুব্রত বকসি । এই কমিটিতে থাকবে সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, জেলার শাখা সংগঠনের সভাপতি, ব্লক আর টাউনের সভাপতিরা, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যানরা ৷

 

বৈঠকের শেষে তৃণমূল নেতারা জানান, ভূতুড়ে ভোটারদের মাধ্যমে রাজ্যে নির্বাচনী কারচুপি রুখতে দল সম্পূর্ণ প্রস্তুত । কলকাতার নির্বাচন কমিশনে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে ।

 

তৃণমূলের শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি বাংলায় ভূতুড়ে ভোটারদের সাহায্যে ভোট লুঠ করতে চায়, কিন্তু আমরা তা কখনোই হতে দেব না । তারা যদি মনে করে বাংলায় দিল্লি বা মুম্বইয়ের মতো কারচুপি করা সম্ভব, তবে তারা ভুল করছে । আমরা মানুষের ভোটাধিকার রক্ষার জন্য সর্বোচ্চ লড়াই করব ।”

 

দলের অন্যান্য নেতারাও একমত প্রকাশ করে বলেন, “আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত । ভুয়ো ভোটারদের ইস্যুতে দল রাজ্যজুড়ে বৃহৎ অভিযান গড়ে তুলবে ও প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে ।”

 

আগামী 15 মার্চ এই সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিয়ো কনফারেন্স করবেন, যেখানে তৃণমূলের সমস্ত জেলা সভাপতি ও কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন ।

আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি

আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন