Bangla News Dunia, Pallab : গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল মায়ানমারে। এর সপ্তাহ খানেকের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার রাতে নেপাল ছাড়াও কম্পন অনুভূত হয় ভারতের দিল্লি, নয়ডা, গুরুগ্রাম সহ সীমান্তবর্তী আরও বেশ কয়েকটি এলাকায়।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
জানা গিয়েছে, এদিন রাত ৭টা ৫২ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় নেপাল-সহ উত্তর ভারতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালে মাটির নীচে ২০ কিলোমিটার গভীরে। তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক থাকলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
প্রসঙ্গত, গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল মায়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩,০০০। এই ভূমিকম্পের মারাত্বক প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও। গত বুধবার জাপানের কিয়ুশু অঞ্চলে একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল জাপানে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর