ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপ ! জারি সুনামি সতর্কতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : জোরাল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পাপুয়া নিউগিনির (Papua New Guinea) উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পের ফলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

জানা গেছে, শনিবার ভোর ৬ টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ছিল ৬.৯। এদিকে, ভূমিকম্প হওয়ার আধ ঘণ্টা পর আফটারশক অনুভূত হয়।  রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের ফলে ইতিমধ্যেই জারি হয়েছে সুনামির (Tsunami) সতর্কতা। বলা হয়েছে, ১ থেকে ৩ মিটার অবধি জলোচ্ছ্বাস হতে পারে। যদিও এই দেশে জনসংখ্যা কম হওয়ায় প্রাণহানি হয়নি।  তবে সুনামির জন্য সতর্ক করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর স্বতন্ত্র দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। এই অংশের অধিকাংশ দ্বীপই ভূমিকম্পপ্রবণ। কারণ, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূমিকম্প বলয়ের অন্তর্গত। যে সমস্ত দ্বীপে জনবসতি কম, সেখানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি তেমন হয় না। তবে কম্পনের ফলে ভূমিধস দেখা দিতে পারে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন