ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, পড়শি দেশে উদ্ধারকাজে ভারতের ‘অপারেশন ব্রহ্মা’

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। সেখানে বিপর্যয়ে এখন পর্যন্ত ১৬০০-র বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। পড়শি দেশটিতে ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য বিশেষ অভিযান শুরু করেছে ভারত। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ব্রহ্মা’।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

উদ্ধারকাজে সাহায্য করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০ জনের একটি দলকে প্রতিবেশী দেশটিতে পাঠানো হয়েছে। ভূমিকম্পে আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ ১১৮ জনের একটি দলও সেখানে যাচ্ছে।ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ পেতে পাঠানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ত্রাণ সামগ্রীবোঝাই ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ মায়ানমারে যাচ্ছে। ১০ টন ত্রাণ সামগ্রী বহনকারী প্রথম জাহাজটি শনিবার ভোরে যাত্রা শুরু করেছে। দ্বিতীয় জাহাজটি বিকেলের পর রওনা দিয়েছে। সোমবারের মধ্যে জাহাজগুলি ইয়াঙ্গনে পৌঁছাবে বলে আশা। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শংকর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘আইএনএস সাতপুরা এবং আইএনএস সাবিত্রী ৪০টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গন বন্দরের দিকে রওনা দিয়েছে।’

এছাড়া নৌসেনার আরও দু’টি জাহাজকে আন্দামান-নিকোবর কমান্ডের অধীনে শ্রীবিজয়পুরমে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন পড়লে সেগুলিতেও ত্রাণ পাঠানো হবে আগামী দিনে। এর পাশাপাশি আকাশপথেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন