ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, ভারতের ‘অপারেশন ব্রহ্মা’র মাধ্যমে পৌঁছল আরও ৪৪২ মেট্রিক টন খাবার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পরপর শক্তিশালী ভূমিকম্পের (Earthquake) জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার (Myanmar)। ঘটনার পরই প্রতিবেশী দেশকে সাহায্যের জন্য ‘অপারেশন ব্রহ্মা’ (Operation Brahma) চালু করেছিল ভারত (India)। সেই মতো ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে পাঠানো হয়েছিল প্রচুর ত্রাণ সামগ্রী। শনিবার আরও ৪৪২ মেট্রিক টন খাবার (Food aid) পাঠানো হয়েছে ‘অপারেশন ব্রহ্মা’র মাধ্যমে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

শনিবার ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস ঘড়িয়ালে করে মায়ানমারের ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত থিলাওয়া বন্দরে ৪৪২ মেট্রিক টন খাদ্যসামগ্রী পৌঁছেছে। কেন্দ্রের পাঠানো এই বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৪০৫ মেট্রিক টন চাল, ৩০ মেট্রিক টন রান্নার তেল, ৫ মেট্রিক টন বিস্কুট এবং ২ মেট্রিক টন ইনস্ট্যান্ট নুডলস। ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর হাতে সেই ত্রাণ তুলে দেওয়া হয়েছে।

গত ২৮ মার্চ পরপর জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। প্রথম দুটি ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২, ৭। ইতিমধ্যেই এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩,১০০ জন। মায়ানমারে ভূমিকম্প আঘাত হানার পরই উদ্ধারকাজ, খাদ্যসামগ্রী, চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের ‘অপারেশন ব্রহ্মা’র কথা ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মাধ্যমে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মানবিক সহায়তা, ত্রাণের পাশাপাশি ১১৮ জন সদস্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দল পাঠানো হয়েছিল। শনিবার ফের পাঠানো হল ত্রাণ। পাশাপাশি ভারত সহ কোয়াড গোষ্ঠীভুক্ত দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা একসঙ্গে মিলে ২০ মিলিয়ন ডলারের বেশি মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে মায়ানমারকে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন