Bangla News Dunia, Pallab : ভূমিকম্পে (Myanmar Earthquake Update) বিপর্যস্ত মায়ানমার। মৃতের সংখ্যা ছাড়াল ২,৭০০! মায়ানমারের সামরিক সরকারের প্রধান, সিনিয়ার জেনারেল মিন অং লাইং জানান, এখনও পর্যন্ত ২,৭১৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জখম সাড়ে ৪ হাজারেরও বেশি। এখনও নিখোঁজ ৪৪১ জন। মৃতের সংখ্যা ৩ হাজার পেরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও উদ্ধারকাজ চলছে।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
শুক্রবার পরপর জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার (Myanmar)। প্রথম দুটি ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২, ৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, ১২টা ২ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এরপর ক্রমাগত আফটার শক অনুভূত হয়েছে মায়ানমারে।
ভূমিকম্পে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একাধিক বহুতল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। মান্দালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি মসজিদ ভেঙে মৃত্যু হয়েছে অনেকের। ভেঙেছে একাধিক বাড়ি। ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ভূমিকম্পে বিপর্যস্ত পড়শি দেশের রাজধানী ব্যাংককেও (Bangkok) জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মায়ানমার এবং থাইল্যান্ডকে সহযোগিতায় ইতিমধ্যে এগিয়ে এসেছে ভারত সহ বহু দেশ। মৃত্যুমিছিলও বেড়ে চলেছে মায়ানমারে। উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন।