ভেসে আসা মূর্তির জায়গা হয়নি দিঘার জগন্নাথ মন্দিরে, তাহলে সেই বিগ্রহ এখন কোথায় ?   

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। ঠিক তার আগে রবিবারই দিঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথদেবের মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। ভেসে আসা মূর্তিটি দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। সমুদ্রে ভেসে আসা সেই মূর্তিই কি প্রতিষ্ঠা হবে জগন্নাথ মন্দিরে? এই নিয়ে তুঙ্গে চর্চা গোটা বাংলায়।

জানা গিয়েছে, দিঘার ভোগীব্রহ্মপুরে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির। রবিবার বিকেলে দিঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে অবনী সামন্তর বাড়ি ঠাকুরঘরে। গৃহস্থ অবনী সামন্ত বলছেন, ‘কোথা থেকে তিনি এসেছেন জানি না। জানতে চাই না। শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন।’

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

দিঘার নুলিয়ারা জানিয়েছে, মাঝে মধ্যেই দিঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের কাঠের মূর্তি। কারণ, ওডিশার মানুষেরা পুরনো জগন্নাথদেবের মূর্তিকে সমুদ্রে বিসর্জন দিয়ে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করে থাকেন। ফলে কাঠের মূর্তি সমুদ্রে ভাসতে ভাসতে দিঘার পাড়ে এসে ওঠে। অক্ষয় তৃতীয়ায় দিঘায় মন্দির উদ্বোধনের আগে এই দেবমূর্তি ভেসে আসাকে তাঁরা কাকতালীয় বলেই মনে করছেন।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

যদিও অনেকেই এক্ষেত্রে ভিন্ন যুক্তি খাঁড়া করতে চাইছেন। মন্দির প্রতিষ্ঠার আগে স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসার সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে বিশ্বাস তাঁদের।

আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন