Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতা করছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এনিয়ে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তির সৃষ্টি হয়েছে। এই আবহেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার জন্য কংগ্রেসের (Congress) তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এমনকি বিরোধী দলটি ‘ভোটব্যাংকের ভাইরাস’ ছড়িয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। মোদির দাবি, সংবিধানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে হাত শিবির।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
সোমবার হরিয়ানার হিসারে নতুন বিমানবন্দর উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘কংগ্রেস আমাদের পবিত্র সংবিধানকে ক্ষমতা অর্জনের অস্ত্রে পরিণত করেছে। যখনই ক্ষমতা ধরে রাখার রাস্তায় কংগ্রেস হুমকি অনুভব করেছে, তখনই তারা সংবিধানকে পদদলিত করেছে।’ এরপর আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘কংগ্রেস সংবিধান ধ্বংস করতে চেয়েছে। বাবা আম্বেদকর সংবিধানে সমানাধিকার চেয়েছিলেন, যাতে প্রতিটি দরিদ্র, পিছিয়ে পড়া মানুষ মর্যাদার সঙ্গে এবং মাথা উঁচু করে বাঁচতে, স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে পারে। কিন্তু পরিবর্তে কংগ্রেস ভোটব্যাংক রাজনীতির ভাইরাস ছড়িয়ে দিয়েছিল।’ হাত শিবিরকে প্রশ্নবাণে বিদ্ধ করে মোদি এও বলেন, ‘আমি কংগ্রেস নেতাদের জিজ্ঞাসা করতে চাই, যদি আপনারা মুসলিমদের কথা এতই ভাবেন তাহলে কোনও মুসলিমকে দলের প্রেসিডেন্ট করেন না কেন? লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ টিকিট মুসলিমদের দিন। যদি তাঁরা জেতেন, তাহলে নিজেদের মতামত প্রকাশ করবেন।’
এরপর নতুন সংশোধিত ওয়াকফ আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়াকফ সম্পত্তির নামে লক্ষ লক্ষ হেক্টর জমি রয়েছে। যদি ওয়াকফ সম্পত্তি থেকে সুবিধা দরিদ্রদের দেওয়া হত, তাহলে তাঁদের লাভ হত। কিন্তু ভূমি মাফিয়ারা এই সম্পত্তি থেকে লাভবান হয়েছে।’ নতুন সংশোধিত ওয়াকফ আইনের ফলে দরিদ্র মুসলিমরা ন্যায়বিচার পাবে এবং দরিদ্রদের লুটপাট বন্ধ হবে বলে দাবি করেন মোদি। পাশাপাশি আম্বেদকর জয়ন্তীতে আরও জোর দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, কংগ্রেস মুসলিম, তপশিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিদের সহ কারও উপকারের জন্য কখনও সংবিধান ব্যবহার করেনি।
যদিও প্রধানমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘মোদি সরকার শুধুমাত্র আম্বেদকরের নাম নেয় কিন্তু তাঁর আকাঙ্ক্ষা এবং ইচ্ছাপূরণ করতে প্রস্তুত নয়। কেবল মুখে মুখেই বলে তারা। আমি জানতে চাই আম্বেদকরের কোন নীতি গ্রহণ করেছে বিজেপি?’ সেই সঙ্গে আইনসভায় মহিলাদের সংরক্ষণের বিল পাশ হয়ে গেলেও তা কার্যকর হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে