ভোটার তালিকা ইস্যুতে কী বার্তা দিলেন মমতা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ’কেউ যদি ফর্ম ফিলআপ করতে বলে, না জেনে করবেন না। ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে’, ভোটার তালিকা ইস্যুতে রাজ্যবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে আয়োজিত সভা থেকে এদিন ওই বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে

বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, ‘আমি জানি না এটা আমার বলা ঠিক কিনা, তবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে। শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে। কারণ নিয়ম পালটে দিয়েছে।’ পাশাপাশি এদিন এনআরসি ইস্যুতেও মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, এভাবে এনআরসি নোটিশও ধরিয়ে দেবে, কিন্তু রাজ্য সরকার তা মানবে না।

সম্প্রতি ওডিশা, হরিয়ানা, দিল্লিতে বাংলার শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বাংলায় কথা বলার অপরাধে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন বাংলা ভাষা ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলায় কথা বললেই বলা হচ্ছে রোহিঙ্গা। বাংলা বলে যদি কোনও ভাষা না-ই থাকে তাহলে জাতীয় সংগীত কোন ভাষায় লেখা?’

তিনি এদিন সাফ জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই এনআরসি হতে দেবেন না। নাম না করে তোপ দাগেন নরেন্দ্র মোদি-অমিত শা’কে। মমতা বলেন, ‘যাঁরা আইন তৈরি করেছেন, তাঁরা পারবেন তো জন্মের শংসাপত্র দেখাতে?’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন