Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’। সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় বিএলও’দের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়। মমতার কথায়, ‘নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। বাংলার সরকারই থাকবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএলও’দের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারও নাম যেন বাদ না যায়। দেখবেন যাঁরা এই রাজ্যের ভোটার তাঁদের নাম বাদ না পড়ে। কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন? আপনাদের তো দেখতে হবে তাঁদের সত্যিই অস্তিত্ব আছে কিনা!’