‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’। সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় বিএলও’দের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়। মমতার কথায়, ‘নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। বাংলার সরকারই থাকবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএলও’দের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারও নাম যেন বাদ না যায়। দেখবেন যাঁরা এই রাজ্যের ভোটার তাঁদের নাম বাদ না পড়ে। কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন? আপনাদের তো দেখতে হবে তাঁদের সত্যিই অস্তিত্ব আছে কিনা!’

এদিন প্রশাসনিক সভা থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কী কী কাজ শেষ করতে হবে সে বার্তা দেন তিনি। তাঁর কথায় উঠে আসে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গও।

বাংলায় এসআইআর (SIR) এখনও আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও এ বিষয়ে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিছু বিএলও’কে দিল্লিতে ট্রেনিং দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলায় জেলায় তাঁদের প্রশিক্ষণ চলছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী জেলা শাসকদের উদ্দেশে বলেন, ‘এই যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার লোককে নিয়ে গিয়েছে জানতামই না। জেলা শাসকরা আমাকে বা মুখ্য সচিবকে না জানিয়েই পাঠিয়ে দিয়েছেন।’

আরও পড়ুন:- পোস্ট অফিসের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম চালু হলো। প্রতিমাসে ১০০০০ টাকা! কিভাবে পাবেন ? জেনে নিন

আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, ৩৩৩ টাকা জমিয়ে পাবেন ১৭ লক্ষ। কিভাবে ? চলুন জেনে নেওয়া যাক

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন