ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল, কমিশনকে কড়া বার্তা অভিষেকের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলার ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল। ধর্মতলায় ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে সরাসরি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় ইডি ও ইসিকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার ইসি বা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশি তকমা দিয়ে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা করছে। সাফ কথা, বাংলার ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে।”

বিজেপিকে নিশানা করে অভিষেকের অভিযোগ, “বাংলায় জিততে না পেরে এখন গায়ের জ্বালা মেটানোর চেষ্টা করছে।” ডায়মন্ড হারবারের পুরনো বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বলেছিলাম বিজেপি ৫০ পেরোবে না। ২০২১-এ বলেছিলাম, খেলা হবে। এবার বলছি, পদ্মফুল উপড়ে ফেলতে হবে। এবারে ওদের শূন্যতে নামিয়ে আনতে হবে।”

এলাকায় তৃণমূল কর্মীদের সক্রিয় হওয়ার ডাক দিয়ে অভিষেক বলেন, “মানুষকে বোঝান, বাংলায় কথা বললেই বিজেপির নেতারা বাংলাদেশি তকমা দিচ্ছে। বাংলা ভাষার, সংস্কৃতির বিরোধিতা করছে ওরা। এর জবাব দিতে হবে ২৬ এর ভোটে। আমরা মেরুদণ্ড বিক্রি করব না। আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে মুখ থেকে। এবার থেকে সংসদেও বাংলায় কথা বলব।”

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন