Bangla News Dunia, দীনেশ : বিধানসভা ভোটের একবছর আগে কেরলে সভাপতি পদে রদবদল ঘটালেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। কে সুরেন্দ্রনকে সরিয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। রবিবার দলের কোর কমিটির বৈঠকে সভাপতি পদে মনোনয়ন জমা দেন তিনি। সোমবার বিজেপির রাজ্য কাউন্সিলের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
আগামী বিধানসভা ভোটে বিজেপি যাতে গোষ্ঠীকোন্দলকে দূরে সরিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে, সেজন্য আগাগোড়াই নতুন মুখের সন্ধানে ছিল গেরুয়া শিবির। তবে গোড়ার দিকে মনে করা হচ্ছিল, যেহেতু সামনে বিধানসভা ভোট তাই এই পরিস্থিতিতে সভাপতি পদে রদবদলের ঝুঁকি নিতে চাইবে না বিজেপি। কিন্তু শেষমেশ সেই ঝুঁকি নিয়ে মোদি-শা-রা বুঝিয়ে দিয়েছেন, কেরলে আপাতত সংগঠনকে এককাট্টা করাই তাঁদের লক্ষ্য। শুধু তাই নয়, কেরলকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে ভিন্ন পরিকল্পনা কাজ করছে, সেটাও স্পষ্ট। রাজীব চন্দ্রশেখর সেই অর্থে বিজেপির কট্টর মুখ বলে কোনওদিনই পরিচিত ছিলেন না। সংঘ পরিবারেরও খুব কাছের লোক নন তিনি। বরং প্রাক্তন এই টেকনক্র্যাটের সঙ্গে অনের ব্যাপারেই গেরুয়া শিবিরের কোনও মিল নেই।
আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে
কর্ণাটক থেকে নির্বাচিত রাজ্যসভার প্রাক্তন সাংসদ গতবছর লোকসভা ভোটে তিরুবনন্তপুরমে কংগ্রেসের শশী থারুরের কাছে মাত্র ১৬০৭৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। কেরল বিজেপিতে বর্তমানে দুটি গোষ্ঠী রয়েছে-একটি বিদায়ি সভাপতি কে সুরেন্দ্রনের নেতৃত্বাধীন এবং অপরটি বর্ষীয়ান নেতা পিকে কৃষ্ণদাসের নেতৃত্বাধীন। চন্দ্রশেখর এই গোষ্ঠীদুটির থেকে সমদূরত্ব বজায় রেখে চলেন। তাঁকে সভাপতি আসনে বসানোয় বিজেপির একটা বড় অংশ তো বটেই, কেরলের আরএসএস নেতৃত্বও খুশি। রাজ্য বিজেপির এক নেতা বলেন, যে সমস্ত মেধাবী নেতা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন, তাঁদের সুরেন্দ্রন এবং কৃষ্ণদাস উভয় গোষ্ঠীই উপেক্ষা করেছে। সেই সমস্ত উপেক্ষিত নেতাদের যে এবার সামনে আনা প্রয়োজন, সেটা আরএসএস বুঝতে পারছে। সেই সূত্র ধরেই এবার রাজীব চন্দ্রশেখরের মতো উজ্জ্বল ভাবমূর্তির নেতাকে সামনে এনে অসাধ্যসাধন করতে চাইছে বিজেপি।
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন