ভ্যাকসিন নিয়ে বড় সুখবর , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভ্যাকসিন নিয়ে বড় সুখবর। সারা বিশ্ব এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাক্সিনের দিকেই তাকিয়েই এখন প্রহর গুণে চলেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাক্সিন নিয়ে অনেক দিন থেকেই সবার মুখে প্রশ্ন জাগছিল, সবাই আশার আলোও দেখছিল। কিন্তু কোনো খবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছিল না। এবার সেই কথাই জানালেন স্বয়ং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের প্রাথমিক রিপোর্ট এখন একেবারে সবার সামনে।

আবিষ্কার হল করোনাভাইরাসের টিকা!

আগের থেকেই অক্সফোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, আর এবার সেটার অপেক্ষায়তেই সবাই ছিল, ভ্যাক্সিনের নাম ChAdOx1 nCoV-19 , এটি নাকি ট্রায়ালের ফুলে ইতিবাচক প্রভাব দেখিয়েছে মানুষের দেহে, এর দ্বারা মানুষের দেহে ইউমিউনিটি বৃদ্ধি পেয়েছে অনেকটাই। আর তার থেকেও যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হল কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ভ্যাক্সিনের, মানুষের দেহে যে আন্টিবডি রেসপন্স বৃদ্ধি করছে এই ভ্যাক্সিন, সেটা বোঝা যাচ্ছে।

ব্রিটিশ পত্রিকা দ্য ল্যাসেন্টে বলা হয়েছে, অক্সফোর্ডে ২টি ট্রায়াল হয়েছে, যার মধ্যে প্রথম ট্রায়াল ছিল খুবই উতসাহজনক। এই যে ভ্যাক্সিন সেটা যে ইতিবাচক প্রভা ফেলেছে মানুষের দেহে সেটা নিয়ে পত্রিকার এডিটর রিচার্ড হর্টন টুইট করে জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভ্যাক্সিনের নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। এই ভ্যাক্সিনের প্রয়োগের ফলে মানুষের দেহে ইমিউন সিস্টেম তৈরী হচ্ছে। এই ভাইরাস যে ভ্যাক্সিনকে দীর্ঘ দিন মনে রাখবে সেটা বোঝাই যাচ্ছে , কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হল, এই করোনা ভ্যাক্সিনের পক্ষে এই ভ্যাক্সিন কতদিন তার প্রতিরোধ ক্ষ্মতা বজায় রাখবে, সেটা জানা যায় নি, যেটার জন্য আরও কিছুদিন সময় লাগবে।

Highlights

1. ভ্যাকসিন নিয়ে বড় সুখবর

2. অক্সফোর্ডে ২টি ট্রায়াল হয়েছে

#Vaccine #Oxford

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন