মকর রাশির 14 জুন থেকে 20 জুন এই সপ্তাহ কেমন কাটবে জানুন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, সৌরভ দে :- এই সপ্তায় পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের জন্য আপনার খরচ বাড়তে পারে। পার্টনারশিপ ব্যাবসায় ভালো সাফল্য আসতে পারে। যারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য সময়টি খুবই ভালো । এই সপ্তায় কোথাও বেড়াতে না যাওয়ায় ভালো হবে। স্ত্রীর সাথে বিবাদ আপনাকে মানসিক কষ্ট দেবে। আপনার কর্মচারীর জন্য ব্যাবসায় লাভ হতে পারে। কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে।

এই সপ্তায় মা বাবার সাথে অশান্তি হতে পারে। অবসাদ আপনার কাজের ক্ষতি করতে পারে। এই সপ্তায় সামাজিক সন্মান লাভ করবেন ও শত্রূর মাথা নিচু করতে পাড়ার জন্য মানসিক শান্তি পাবেন। ব্যবসা বারবার জন্য ঋণ নিতে হতে পারে। সম্পত্তির জন্য আইনি ব্যবস্থা নিতে হতে পারে। এই সপ্তায় ধর্মের ব্যাপারে মত প্রকাশ করতে পারেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন