মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে ২ টি বিশেষ যোগ, একাধিক রাশির ভাগ্যের চাকা ঘুরবে

By Bangla News Dunia Dinesh

Published on:

makar sankranti

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- এই মকর সংক্রান্তিতে দুটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই মকর সংক্রান্তিতে সুকর্মা এবং ধৃতি যোগ তৈরি হচ্ছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী রবিবার ১৫ জানুয়ারি সূর্যোদয় থেকে দুপুর ১ টা ১১ মিনিট পর্যন্ত সুকর্মা যোগ থাকবে। তারপর সারাদিন ধরে থাকবে ধৃতি যোগ। তবে এই যোগের ফলে রাশিচক্রের কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে। তবে এই রাশি গুলির সমন্ধে জেনে নেওয়া যাক —

আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের

মিথুন রাশি :- এই মকর সংক্রান্তি থেকে এই রাশির ভালো সময় শুরু হবে। এই সময় আর্থিক দিক থেকে লাভবান হবেন। বিবাহিত জীবন সুখকর হবে। মানসিক দুশ্চিন্তা কেটে যাবে। যে মানুষরা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, তাঁদের জীবন সুখকর হতে চলেছে।

বৃষ রাশি :- মকর সংক্রান্তি থেকে বৃষ রাশির মানুষদের ভাগ্য চমকাবে। এই সময় আয় বাড়বে। এরই সাথে আয়ের নয়া উৎস তৈরি হবে। যার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় আপনার জীবনসঙ্গীর সান্নিধ্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনি যেভাবে কাজ করবেন, তা সকলের নজর কেড়ে নেবে।

 

niladri misra

 

বৃশ্চিক রাশি :- মকর সংক্রান্তি থেকে বৃশ্চিক রাশির মানুষরা দুর্দান্ত ফল লাভ করবেন। এই সময় কেরিয়ারের নিরিখে অপার সাফল্য মিলবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। নতুন কাজ শুরুর জন্য এটা ভালো সময়।

কর্কট রাশি :- এই মকর সংক্রান্তি থেকে এই রাশির মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এই সময় আটকে থাকা অর্থ ফেরত পাবেন। যা গুরুত্বপূর্ণ বিষয়, তা অর্জন করেই ছাড়বেন। ব্যবাসয় লাভবান হবেন। এই সময় অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।

মকর রাশি :- এই মকর সংক্রান্তি থেকে এই রাশির মানুষদের জীবনে অনুকূল সময় শুরু হবে। এই সময় জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। এই সময় মকর রাশির মানুষদের আর্থিক সমস্যা কেটে যাবে। চাকরিতে নয়া সুযোগ আসবে। এরই সাথে জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে।

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন