মঙ্গলগ্রহে নতুন আবিষ্কার, জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মঙ্গলগ্রহে কি প্রাণ ছিল? এই প্রশ্ন চিরদিন বিজ্ঞানীদের পিছু তাড়া করে বেড়িয়েছে। তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সেখানে প্রাণের প্রমাণ খুঁজতে। একেবারেই যে পাওয়া যায়নি তাও নয়।

বিভিন্ন সময়ে মঙ্গলের মাটিতে জলের অস্তিত্বের প্রমাণ এবং মাটি ও পাথরে জীবনের চিহ্ন বহন করা নানা উপাদানের খোঁজ বিজ্ঞানীদের দাবিকে শক্তি যোগাচ্ছিল যে মঙ্গলে একসময় আণুবীক্ষণিক প্রাণ ছিল।

তবে এবার নাসার কিউরিওসিটি রোভার যে আবিষ্কার করে ফেলল তা মঙ্গলে প্রাণ নিয়ে পূর্বতন সব ধারনাকে মুছে দিতে পারে। মঙ্গলগ্রহে জৈব যৌগের খোঁজ পেয়ে গেল নাসার যান।

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

এমন নয় যে এর আগে জৈব যৌগের দেখা পাওয়া যায়নি। কিন্তু এবার যে নমুনা কিউরিওসিটি পেল তার মত এত বৃহৎ আকারের জৈব যৌগের সঙ্গে মোলাকাত হয়নি বিজ্ঞানীদের।

তাঁরা মনে করছেন এটাই প্রমাণ করছে কোটি কোটি বছর আগে মঙ্গলে প্রাণ ছিল। মঙ্গলে প্রাণ থাকার অস্তিত্ব এই বৃহৎ জৈব যৌগ এবার আরও ভাল করে প্রমাণ করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

মঙ্গলে ‘গেইল ক্রেটার’-এ তার খোঁজ চালিয়ে যাচ্ছে কিউরিওসিটি। সেখানকার পাহাড়ের ঢালে থাকা বিভিন্ন উপাদান খতিয়ে দেখছে। এই গেইল ক্রেটারে জল ছিল বলেও আগে জেনেছেন বিজ্ঞানীরা। জীবনের জন্ম দেওয়ার রসায়ন এখানে জলের হাত ধরে তৈরি হওয়াটা কোনও অস্বাভাবিক কিছু নয়।

আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন