মঙ্গলে প্রাণের খোঁজে আরও একধাপ এগোলেন বিজ্ঞানীরা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রথমে জেজেরো ক্রেটারের তলদেশে ঘোরাঘুরি। সেখানে নমুনা সংগ্রহ। নিজে কিছু বিষয় খতিয়ে দেখা এবং নাসার বিজ্ঞানীদের কাছে নানা তথ্য পাঠানো। সেই কাজ শেষ করে পারসিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটারের অনেকটাই খাড়াই ঢাল বেয়ে ওপরে উঠে এসেছে।

এখন সে জেজেরো ক্রেটারের ওপরে চারধারে ঘুরে বেড়াচ্ছে। সেখানে নমুনা সংগ্রহ করছে। গবেষণা চালাচ্ছে। আর তা করতে গিয়েই মঙ্গলের পাথুরে জমিতে নানা জায়গায় খনন করতে হচ্ছে তাকে।

সেই খননেই এমন কিছু তথ্য সামনে আসছে যার জন্য বিজ্ঞানীরাও তৈরি ছিলেননা। যেটা পাওয়া যাচ্ছে সেটা হল পাথরে বৈচিত্র্য। কিছুটা দূরে দূরেই পাথরের ধরন বদলে যাচ্ছে লাল গ্রহে।

নতুন ধরনের পাথর পাওয়া যাচ্ছে। এ যেন পাথরের এক প্রাচুর্যে পরিপূর্ণ ভান্ডার। যা সমৃদ্ধ এমনও কিছু উপাদানে যা মঙ্গলের মাটিতে একসময় প্রাণের অস্তিত্ব ছিল কিনা সে রহস্যের কিনারা করতে পারে।

পারসিভিয়ারেন্স এমন অনেক পাথর সংগ্রহ করেছে পৃথিবীতে পাঠানোর জন্য যা হাতে পেলে বিজ্ঞানীরা মঙ্গলের ভূগোলটা ভাল করে জানতে পারবেন। এমন এক পাথর সিলভার মাউন্টেনে পাওয়া গিয়েছে যা ৩৯০ কোটি বছর পুরনো বলেই ধারনা বিজ্ঞানীদের।

এখনও পর্যন্ত মঙ্গলে যত পাথর পাওয়া গিয়েছে এটি তারমধ্যে সবচেয়ে পুরনো। মঙ্গলের জন্মের সময়ের অনেক তথ্য এই সব নমুনা থেকে পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এদিকে জেজেরো ক্রেটারের চারধারে পাথরের এমন বৈচিত্র্য দেখে কার্যত অবাক বিজ্ঞানীরা।

আরও পড়ুন:- ওয়াকফ অশান্তিতে থাকতে পারে বিজেপির এজেন্সির হাত, আশঙ্কা কুণাল ঘোষের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন