‘মঙ্গল’ নামে আপত্তি ! মৌলবাদীদের চাপে শোভাযাত্রা’র নাম বদলে হল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : অবশেষে জল্পনার অবসান। মৌলবাদীদের চাপে মাথানত করল ইউনূস সরকার। বদলে গেল বাংলাদেশে নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম। আগে নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’, এবার এই শোভাযাত্রার নতুন নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন কমিটি।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

অগাস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নিপীড়নের নানা অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে নববর্ষে মঙ্গল শোভাযাত্রা (Mangal Shobhajatra) নাম রাখার যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গিয়েছে, বাংলা নববর্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার ওতোপ্রোতো যোগ আছে। স্বৈরাচারী শাসনের বিরূদ্ধে সাধারণ মানুষের ঐক্য এবং শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনায় ১৯৮৯ খ্রিষ্টাব্দে শুরু হয়েছিল এই শোভাযাত্রা। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এই যাত্রা এক ধর্মনিরপেক্ষ উৎসব হিসাবে ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশে। সম্প্রতি এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে ফতোয়া জারি করে ইসলামি মৌলবাদীরা।

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর তরফে জানানো হয়েছে, নববর্ষ উদযাপনে ইসলাম সমর্থিত ধারণাকে তুলে ধরতে। ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম নিয়ে আপত্তি তুলেছেন ইসলামি মৌলবাদী এই সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তাঁর কথায়, নববর্ষের দিন অনুষ্ঠান করা গেলেও সেই দিন কোনও যাত্রা করলে তাতে মঙ্গল হবে, এই বিশ্বাসটি দোষের। তাই মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা চলবে না। এমনকি মঙ্গলযাত্রার ঐতিহ্য অনুযায়ী এই শোভাযাত্রায় হাতি, ঘোড়া, পেঁচা, মাছ, বাঘ… ইত্যাদি বাংলার সুপরিচিত পশুপাখি বা মঙ্গলঘটের মতো মঙ্গলচিহ্নের প্রতিকৃতি থাকে। সেই সব ব্যবহারের বিরুদ্ধেও ফতোয়া জারি করা হয়েছে।

এবিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ১০ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই মতো শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই সংগঠনের পক্ষ থেকেই প্রতিবছর রাজধানীতে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের হয়, তার নতুন নামকরণ করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এই শোভাযাত্রার আগে নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। এখন থেকে নতুন নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। চারুকলা ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। ২০১৬ সালে সেইও শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেসকো।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন