মঞ্চে অসুস্থ তৃণমূলের চার ‘সৈনিক’, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শহিদ দিবসের মঞ্চে (21 July Sahid Diwas) আচমকা অসুস্থ হয়ে পড়লেন সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। মদন মিত্র বাদে বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে দলের চার জনপ্রতিনিধি অসুস্থ হওয়ার খবর পেতেই খোঁজ নিলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস

সোমবার সকালে হাসিমুখে দলের মেগা সমাবেশে যোগ দেন শতাব্দী রায়, মদন মিত্র, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা। তীব্র গরম আর প্রখর রোদকে উপেক্ষা করে সভামঞ্চে বসার খানিক বাদেই তাঁরা অসুস্থ বোধ করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, অতিরিক্ত গরমের কারণেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে, এই চারজনের মধ্যে শতাব্দী রায়, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা হাসপাতাল থেকে ফিরে গেলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে মদন মিত্রকে। এদিকে মুখ্যমন্ত্রীর কানে দলের সাংসদ, বিধায়কদের অসুস্থতার খবর পৌঁছনোর সঙ্গে সঙ্গে তিনি তাঁদের খোঁজ নেন। জানতে চান কেমন আছেন তাঁরা।

উল্লেখ্য, প্রখর রোদ সঙ্গে তীব্র গরমকে সঙ্গী করেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্য শোনার জন্য গোটা রাজ্য থেকে অগণিত কর্মী-সমর্থকেরা হাজির হয়েছিলেন ধর্মতলায়। সাধারণত এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এদিন ভরদুপুরে রোদ আর আর্দ্রতা ছিল তীব্র। তার জেরেই ৪ জন অসুস্থ হয়ে পড়েন। এদিকে বিভিন্ন জেলা থেকে যারা গেছেন তাঁদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল একাধিক মেডিকেল ক্যাম্প।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন