Bangla News Dunia, Pallab : প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সভায় মঞ্চে জায়গা পাচ্ছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)! তবে দর্শক আসনে দেখা যাবে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকে। বৃহস্পতিবার এ কথা জানালেন খোদ দিলীপ। ফের দলের সঙ্গে মনোমালিন্য মেদিনীপুরের প্রাক্তন সাংসদের? উঠল প্রশ্ন।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র
আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সভা করবেন দুর্গাপুরে (Durgapur)। সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ ঘোষকে, এমন খবর প্রকাশ্যে আসে। দীর্ঘদিন বাদে বঙ্গ বিজেপিতে স্বমহিমায় দিলীপকে দেখার জন্য কার্যত মুখিয়ে ছিলেন তামাম রাজ্যবাসী। প্রত্যেকেই নিশ্চিত ছিলেন মোদির সঙ্গে একই মঞ্চে শোভা বাড়াবেন দিলীপ। কিন্তু সেই আশায় জল ঢাললেন স্বয়ং দিলীপ ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ পাইনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য তো শুনতেই হবে। হয়তো দর্শকাসনে বসে শুনব। দেখা যাক, সময় আছে এখনও।’
পাশাপাশি দিলীপের আরও সংযোজন, ‘আমাকে দলের কর্মী-সমর্থকরা অনুরোধ করেছেন তাই প্রধানমন্ত্রীর সভায় যাব। মঞ্চে বসার জায়গা না পেলেও ক্ষতি নেই। দর্শক আসনেই বসে মোদির ভাষণ শুনব।’
উল্লেখ্য, দিলীপের এদিনের বক্তব্য থেকে মূলত দুটি বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। এক, অতীতে একাধিকবার দলের কাছে উপেক্ষিত হয়েছেন দিলীপ। আলিপুরদুয়ারে মোদির সভা থেকে নেতাজী ইন্ডোরে অমিত শায়ের (Amit Shah) সভা। সবেতেই গরহাজির বিজেপি নেতা। এবারেও একই ঘটনার শিকার নয় তো? দুই, প্রধানমন্ত্রীর সভায় প্রাক্তন রাজ্য সভাপতিকে মঞ্চে না রাখার সিদ্ধান্ত, অন্যদিকে দিলীপ ঘোষের স্পষ্ট ক্ষোভ এই দুই মিলে বঙ্গ বিজেপির অন্তর্কলহ ফের সামনে এল? তবে এতকিছুর পরও বঙ্গ বিজেপি কার্যত মুখে কুলুপ এঁটেছে।