Bangla News Dunia ,অমিত রায় :- ইতি মধ্যেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সোমবারের সারা দিন নাটকীয়তার মধ্যে দিয়ে যাবার পর রাত গোড়াতেই নাটকের দ্বিতীয় পাঠ দেখতে পাওয়া গেলো। সিবিআই দপ্তরের স্পেশাল কোর্ট করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের চার নেতাকে জামিন দেন। কিন্তু রাত গড়াতে না গোড়াতেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই চার নেতাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করার নির্দেষ দেওয়া হয়।
আরো পড়ুন :- জানুন করোনার তৃতীয় ঢেউ নিয়ে কি বলছেন বিখ্যাত ডাক্তার দেবী শেঠি !
ফলে নিজাম প্যালেস থেকে তাদের প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। এই দিন মধ্যে রাত সোয়া ১ টা নাগাদ নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলের উদ্যেশে রওনা দেওয়া হয় এই চার নেতাকে নিয়ে। এই সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে তৃনমুলের বিধায়ক মদন মিত্র বলেন ” আমরা ছাড়া শুভেন্দু-মুকুল ভাল ” , অথাৎ শুভেন্দু ও মুকুল রায়কে গ্রেপ্তার করা হয়নি বলে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন আমার বাড়িতে স্ত্রীই করোনা পজিটিভ রোগী অথাৎ করোনায় আক্রান্ত তার স্ত্রী। তিনি বলেন এই অবস্থায় বাড়িতে ঢুকে পড়েন ৩০ থেকে ৪০ জন সিবিআই অফিসার।
আরো পড়ুন :- কেঁদে ফেললেন ফিরাদ
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এই প্রথম নিজেকে সুপার পাওয়ার বলে আমেরিকাকে যুদ্ধের হুমকি দিলো চীন