Bangla News Dunia, Pallab : মধ্যবিত্তদের জন্য বড় সস্তির খবর আসছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং ঋণের ক্ষেত্রে সুদের হার কমানো সবথেকে গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক গবেষণা সংস্থা বলছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট (Repo Rate) ০.২৫% কমাতে পারে। আর এটি যদি সম্ভব হয়, তাহলে গৃহঋণ, গাড়ি ঋণ বা অন্যান্য ঋণে সুদের হার অনেকটাই কমবে, যা মধ্যবিত্তদের জন্য দারুণ স্বস্থির খবর।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
রেপো রেট কী এবং এটি কমলে কীভাবে লাভ হবে?
আসলে রেপো রেট হল সেই সুদের হার, যার মাধ্যমে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি আরবিআই এর থেকে ঋণ নেয়। যখন ভারতীয় রিজার্ভ ব্যাংক এই হার কমিয়ে দেয়, তখন ব্যাংকগুলিও কম সুদে ঋণ দিতে পারে। ফলে সাধারণ মানুষ ঋণ নিলে সুদ কম দিতে হয়।
যদি রেপো রেট কমানো হয়, তাহলে গৃহ ঋণ, গাড়ির ঋণ এবং পারসোনাল লোনের সুদের হার অনেকটাই কমবে। পাশাপাশি ব্যবসার জন্য ঋণ নেওয়া আরও সহজ হয়ে যাবে। ফলে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।
RBI কেন রেপো রেট কমানোর কথা ভাবছে?
এক রিপোর্ট বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৪.৭%-এ নেমে আসতে পারে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে রিজার্ভ ব্যাংক সুদের হার কমিয়ে বিনিয়োগের পথ সহজ করে তুলতে চাইছে। আগামী ৭ থেকে ৯ই এপ্রিল আরবিআই এর মুদ্রানীতি কমিটির বৈঠক রয়েছে। সেখানেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন