Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুক্তির স্বাদ নাকি বিচ্ছেদের উদযাপন? যে নামেই অভিহিত করা হোক না কেন, এ ঘটনা যে সকলকে অবাক করেছে তা নিয়ে সংশয় নেই। মাত্র দু’বছরের সংসার জীবন ভেঙে যেতেই বালতি বালতি দুধ দিয়ে স্নান করে বিবাহ বিচ্ছেদ উদযাপন করলেন এক যুবক! তাও আবার পাড়া-প্রতিবেশী সকলের সামনে।
মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর মহকুমার অন্তর্গত হরিহরপাড়ার ঘটনা। বছর দুয়েক আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল ওই যুবকের। কিন্তু শাশুড়ির পরামর্শে স্ত্রী নাকি তাঁকে লাগাতার মানসিক হেনস্থা করত বলে অভিযোগ। সাংসার জীবন একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল এই যুবকের কাছে। দীর্ঘদিনের টানাপোড়ন শেষে ডিভোর্স মিলতেই তার এই ‘দুধ স্নান।’ পাড়া-প্রতিবেশী সকলের সামনে ঠিক মধ্যরাতে বালতির পর বালতি দুধ দিয়ে স্নান করেন তিনি। তার কথায়, ‘বিয়ে করার আগে শুধু মেয়েকে নয়, মেয়ের মাকেও দেখে নিন। না হলে ডিভোর্স দিয়ে বালতি বালতি দুধ ঢেলে ঠিক আমার মতো স্নান করে শুদ্ধ হতে হবে! এবার নতুন করে জীবন শুরু করবো।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এই যুবকের মাত্র দু’বছরের সংসারকে টিকিয়ে রাখতে পাঁচ-ছ’বার গ্রামে সালিশি সভা বসে। প্রতিবেশী নিরাজ মণ্ডল বলেন, ‘আমরা এমন ঘটনা এর আগে কোনদিনও দেখিনি। এই দৃশ্য কোনদিনও ভুলবো না। ওর জীবনে দুঃখ অনেক আছে এটা ঠিক কথা। কিন্তু এইভাবে বিবাহ বিচ্ছেদ উদযাপন একেবারে নজিরবিহীন।’