মধ্যে রাতেই জেলে নেওয়া হলো ৪ নেতাকে , শুভেন্দু ভালো বললেন মদনরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bnagla News Dunia , দীনেশ দেব :- সারা দিনই বাংলায় রাজনৈতিক চাপান উতোর চলেছে কিন্তু সেই চাপানউতোর এবার মধ্যে রাত পর্যন্ত গড়ালো। মধ্যরাতেই নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় সোমবার রাতেই খারিজ করে ওই চার নেতার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরেই রাত সোয়া ১টা নাগাদ নিজাম প্যালেস থেকে রওনা দিয়ে মিনিট দশেকের মধ্যেই কড়া নজরদারিতে ধৃতদের নিয়ে আসা হল প্রেসিডেন্সি জেলে।

জানা গিয়েছে, ৩০ থেকে ৪০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নিরাপত্তায় নিজাম প্যালেসের পিছনের গেট দিয়ে বের করা হয়েছিল ওই চার নেতাকে। কনভয়ের সামনে কলকাতা পুলিশের গাড়ি, মাঝখানে ওই চার নেতার গাড়ি। চার জনকেই চারটি পৃথক গাড়িতে নিয়ে আসা হয় জেলে।

আরো পড়ুন :- জানুন করোনার তৃতীয় ঢেউ নিয়ে কি বলছেন বিখ্যাত ডাক্তার দেবী শেঠি !

ইতিমধ্যেই চার নেতাকে জেলের কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। জেলের বাইরেই রয়েছেন ওই চার জনের পরিবারের সদস্যরা ও তৃনমুলের সমর্থকেরা । নিজাম প্যালেস থেকে রওনা দেওয়ার আগেই নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে কেঁদে ফেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, “বিজেপি সব কিনে নিতে পারে। এর পর হয়ত ইডি লাগাবে আমার পিছনে।

property banner

আমি জনপ্রিয় হাজার হাজার লোকের জন্য কাজ করছি। কোভিড পরিস্থিতি মোকাবিলায় আমায় নিয়োগ করা হয়েছিল। কলকাতার মানুষকে বাঁচাতে দিল না এরা। বিচার ব্যবস্থার উপর আস্থা আছে আমার।” সিবিআই দফতর থেকে বেরিয়ে মদন বলেন, “আমরা ছাড়া শুভেন্দু-মুকুল ভাল। বাড়িতে আমার স্ত্রী কোভিডে আক্রান্ত। সেই অবস্থাতেই ২০-৩০ জন সিবিআই আধিকারিক আমার বাড়িতে ঢুকে পড়েন।” শোভন বলেন, “আমি কোনও অন্যায় করিনি। সিবিআই বেডরুমে হানা দিয়েছে। আমরা ডাকাত নই।”

বর্তমানে জেলের বাইরে রয়েছেন ফিরহাদ হাকিমের স্ত্রী। রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। কান্নায় ভেঙে পড়ে বৈশাখী বলেন, “এরা মানুষের মতো না, পশুর মতো আচরণ করছে। ওনার সুগার ৫৫০। ওনার সিওপিডি আছে।” এই মুহূর্তে কার্যত উত্তপ্ত জেল চত্বর। প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। নিরাপত্তার জন্য লম্বা ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাইরের চত্বরে।

আরো পড়ুন :- এই প্রথম নিজেকে সুপার পাওয়ার বলে আমেরিকাকে যুদ্ধের হুমকি দিলো চীন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন