মন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কাটল টালিগঞ্জের শ্যুটিং জট। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে শ্যুটিং। সবপক্ষকে নিয়ে জোড়া বৈঠকের পর এ দিন এই দাবি করেছেন অরূপ বিশ্বাস। আবার কাজ শুরু করার জন্য সবপক্ষই একটি চুক্তিতেও সই করেছে।

লকডাউনের পর মঙ্গলবার থেকেই টালিগঞ্জের স্টুডিও পাড়ায় বাংলা টেলিভিশনের সিরিয়ালগুলির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘোষিত স্বাস্থ্যবিমার কাগজ হাতে না পাওয়া পর্যন্ত শ্যুটিং শুরু করবে না বলে জানিয়ে দেয় আর্টিস্ট ফোরাম। এই নিয়েই শুরু হয় জটিলতা। জট কাটাতে হস্তক্ষেপ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর্টিস্ট ফোরাম, প্রযোজকদের সংগঠন, চারটি চ্যানেলের কর্তৃপক্ষকে নিয়ে শুরু হয় আলোচনা।

tollygaunge shooting,টালিগঞ্জ শুটিং বন্ধ

প্রথমে তিনি কথা বলেন আর্টিস্ট ফোরামের সঙ্গে। এর পর প্রযোজকদের সংগঠন এবং চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। সবপক্ষই কাজ শুরু করার জন্য ইতিবাচক বার্তাই দেয়। জোড়া বৈঠকের শেষে অরূপবাবু জানান, কিছু কার্যপদ্ধতি নিয়ে ঐক্যমতে পৌঁছনো যায়নি বলেই জটিলতা তৈরি হয়েছিল। আলোচনায় সেই জট কেটে গিয়েছে। ফলে বৃহস্পতিবার থেকেই শ্যুটিং শুরু হচ্ছে।

আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কক চক্রবর্তীও বলেন, ‘একটা বড় পরিবারেও বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়। সবপক্ষের সঙ্গে আলোচনায় তা মিটেও গিয়েছে। সবাই যাতে সুস্থ থেকে কাজ করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, যতদিন না পর্যন্ত শিল্পীদের স্বাস্থ্য বিমার কাগজপত্র তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত কেউ শ্যুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে সবপক্ষ মিলেই তাঁর চিকিৎসার ভার নেবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে।

এর জন্য একটি বিশেষ তহবিল তৈরিরও চেষ্টা চলছে। শিল্পীদের স্বাস্থ্য বিমার কাগজও কয়েকদিনের মধ্যেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

Highlights

1. মন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট।

2. শিল্পীদের স্বাস্থ্য বিমার কাগজও কয়েকদিনের মধ্যেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

# Tollywood # Shooting

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন