Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যে মন্নতের সামনে প্রিয় অভিনেতাকে দেখার জন্য অনুরাগীরা ভিড় জমাতেন সেই জায়গায় আপাতত আর হাত নাড়াতে দেখা যাবে না শাহরুখ খানকে ৷ শুনতে অবাক লাগলেও বাস্তবটা খানিকটা এরকমই। ঐতিহাসিক বাসভবন মন্নত ছেড়ে দিচ্ছেন বাদশা ৷ পুরো পরিবার অন্যত্র চলে যাচ্ছে ৷ বান্দ্রার পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন ছেলে, মেয়ে-সহ সস্ত্রীক শাহরুখ খান ৷ কিন্তু, আচমকায় বাদশা মন্নত ছেড়ে দিয়ে ভাড়াবাড়িতে থাকতে যাচ্ছেন কেন ?
তবে, মন্নত পাকাপাকি ছাড়ছেন না কিং খান ও তাঁর পরিবার। আগামী দুই বছরের জন্যই বান্দ্রার পালি হিলে স্থানান্তরিত হচ্ছেন তাঁরা। মন্নতে সংস্কারের কাজ চলবে তাই আপাতত কিং খানের পরিবার বাসস্থান পরিবর্তন করছে ৷ মন্নতের সংস্কার শুরু হওয়ার কথা আগামী মে মাস থেকে ৷ 25 বছরেরও বেশি সময় ধরে বাদশার প্রিয় মন্নতকে আরও বাড়ানো হবে ৷ তাঁর এই বিলাসবহুল বাড়ির পরিধি বাড়ানোর জন্য শাহরুখকে আদালতের অনুমতি নিতে হয়েছিল। তাতে সম্মতি মিলতেই এই সিদ্ধান্ত ৷
আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন
জানা গিয়েছে, শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা, বড় ছেলে আরিয়ান ছোট ছেলে আব্রামকে বান্দ্রার পালি হিলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চলে যাবেন। যার মাসিক ভাড়া 24.15 লক্ষ টাকা ৷ চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানির নির্মিত বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন তাঁরা। ফার্স্ট, সেকেন্ড, সেভেনথ এবং এইটথ ফ্লোরে দু’টি করে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ৷ এই অ্যাপার্টমেন্টগুলিতে শুধু যে খান পরিবারের থাকার ব্যবস্থাই থাকবে তা নয়, তাঁদের নিরাপত্তারক্ষী, কর্মীদের থাকার ব্যবস্থাও থাকবে ৷ এমনকী অফিসের জায়গাও থাকবে।
আরও পড়ুন:- পঞ্চায়েত বিকেন্দ্রীকরণে দেশের সেরা মমতা’র বাংলা, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- জন বার্লা-সহ বাংলার 32 বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের, রইলো তালিকা