Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ISL লিগ-শিল্ড জিতে ইতিহাস গড়েছে মোহনবাগান। মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা লিখলেন, ‘আমরা ইতিহাস রচনা করেছি। মনে রাখার মত একটা মরশুম। তবে এটা শেষ নয় শুরু। শুভাশিস এবং তাঁর দলকে ট্রফি তুলতে দেখে গর্বিত বোধ করছি।’ শুভেচ্ছা জার্সি এল সুদূর আমেরিকার মায়ামি থেকেও। পাঠিয়েছেন খোদ লিওনেল মেসি (Lionel Messi)। তবে শুধু মোহনবাগানকেই নয়, মেসির বিশেষ জার্সি এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামেও। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো জার্সিতে মেসি লিখেছেন, ‘দিদি’।
আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন
মমতাকে দিদি সম্বোধন করলেন মেসি
মমতাকে নিজের হাতে সই করে আর্জেন্টিনার জার্সি পাঠিয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ ভাষায় শুভেচ্ছা বার্তার সঙ্গেই মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করেছেন। শীঘ্রই ওই জার্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শুভেচ্ছা জার্সি পাঠিয়েছেন মেসি। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আবার কলকাতায় আসতে পারেন LM10।
মোহনবাগানের ঐতিহাসিক জয়
১৫টি ম্যাচে গোল না খেয়ে সাফল্য এসেছে মোহনবাগানের। যার মূল কারিগর টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ। গোল করে এবং করিয়ে নায়ক ওরা দু’জন। কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট জিতে উচ্ছ্বসিত টম। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ঝাঁপাবে সবুজ-মেরুন ব্রিগেড। কোচ হোসে মোলিনার ভাগ্যের চেয়েও পরিশ্রমকে সামনে রাখছেন। তৃপ্তির চেয়ে খুশিকে গুরুত্ব দিচ্ছেন। এহেন মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন মেসিও।
কলকাতায় আবার আসতে পারেন মেসি
কলকাতায় অতীতে বিশ্বতারকা ফুটবলাররা এসেছেন। পেলে, মারাদোনা, কাফু, রোনাল্দিনহো থেকে আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার মার্টিনেজ এসেছেন কলকাতায়। লিওনেল মেসিও এসেছেন। মেসির আবার কলকাতা সফরের সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শুরুতে কলকাতায় আসতে পারেন মেসি।