Bangla News Dunia , পল্লব : ভারতের চাকরির বাজারের তথ্য দেয় সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই। সংস্থার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বেকারত্বের হার ছিল গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ, ৮.৩০ শতাংশ। নভেম্বরে বেকারত্বের হার ছিল ৮.০০ শতাংশ। তথ্য বলছে গ্রামের তুলনায় শহরের বেকারত্বের হার অনেকটাই বেশি। ডিসেম্বরে শহরের বেকারত্বের হার একমাসে ৮.৯৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০.০৯ শতাংশ।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
অন্যদিকে, গ্রামীণ এলাকার বেকারত্বের হার ৭.৫৫ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৪৪ শতাংশ। রাজ্য অনুযায়ী, বেকারত্বের হার সবথেকে বেশি হরিয়ানায়, ৩৭.৪ শতাংশ। অন্যদিকে বেকারত্বের হার সর্বনিম্ন ওড়িশায়, ০.৯ শতাংশ। হরিয়ানা ছাড়াও ভারতের আরও সাতটি রাজ্যে বেকারত্বের হার ছিল দুই অঙ্কের। হরিয়ানার পরই রয়েছে রাজস্থান। বেকারত্বের হার ২৮.৫ শতাংশ। তারপর আছে দিল্লি (২০.৮ শতাংশ), বিহার (১৯.১ শতাংশ) এবং ঝাড়খণ্ড (১৮ শতাংশ)।
অন্যদিকে বেকারত্বের হার কমের দিক থেকে ওড়িশার পরই আছে গুজরাট। বেকারত্বের হার ২.৩ শতাংশ। এরপর রয়েছে কর্নাটক (২.৫ শতাংশ), মেঘালয় (২.৭ শতাংশ) এবং মহারাষ্ট্র (৩.১ শতাংশ)। এর পাশাপাশি ডিসেম্বরে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ছিল ৫.৫৫ শতাংশ। সিএমআইই-র ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাস জানিয়েছেন, পরিসংখ্যান দেখে বেকারত্ব বৃদ্ধির হার যতটা খারাপ মনে হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
আরও দেখুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !