মমতার জন্য প্রাতরাশে খিচুড়ি ! ছবি পোস্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলার খিচুড়ি এখন মিলছে লন্ডনের হোটেলেও। লন্ডন সফরে গিয়ে সেই খিচুড়ি দিয়েই প্রাতঃরাশ সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কিছু ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ। আর এই ছবি পোস্ট হতেই ব্যাপক সারা ফেলেছে নেট দুনিয়ায়। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পুরোনো এক ঘটনাকে তুলে ধরে কুণালের কমেন্টস বক্স ভরিয়ে দিয়েছে কিছু নেটিজেন।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

রবিবারই লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে রয়েছে একাধিক কর্মসূচি। শিল্প সম্মেলন থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগস কলেজে বক্তৃতা, সবই রয়েছে মমতার কর্মসূচিতে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে। বৈঠক করবেন শিল্প মহলের সঙ্গে। সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশনারের অফিস ইন্ডিয়া হাউসে গিয়েছিলেন মমতা। সেখানে ছিলেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সেখানে মুখ্যমন্ত্রী হাই কমিশনারকে উপহার দেন নিজের আঁকা একটি ছবি, কবিতা সংকলন কবিতাবিতান। হাইকমিশনারের তরফেও মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় নানান উপহার।

আর মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন বেশ কিছু ছবি পোস্ট করে নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ। লন্ডনে কী হচ্ছে, সেটা জানতে আগ্রোহী বঙ্গবাসী। সেখানকার ছবি পোস্ট করে কিছুট হলেও লন্ডনের সফরচিত্রের কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে কুণাল ঘোষের পোস্টে। কুণাল পোস্ট করেছেন লন্ডনের বিলাসবহুল হোটেলে খাবারের মেনু। কুণালের ছবিতে দেখা যাচ্ছে, খাবারের টেবিলে পাত্রে রয়েছে খিচুড়ি। তার সামনেই কয়েকটি প্লেট রাখা রয়েছে। সেই প্লেটের উপর চামচ রাখা রয়েছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন খাওয়াদাওয়া করছেন। নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, লন্ডনে খিচুড়ি। হোটেলের ব্রেকফাস্ট মেনুতে। ভাবা যায় না। বাঙালী, ভারতীয়, বিদেশি, সকলেই দেখছি খিচুড়িতে ডুবে। সকাল সাতটায় খিচুড়ি খেয়ে এক চক্কর হাঁটতে বেরোলাম। প্রবল ঠান্ডা। চার/পাঁচ। হাল্কা হাওয়া। তবে এখন ঝকঝকে আকাশ, রোদ্দুর। কিছুটা পরে শিল্পবৈঠক।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন