Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মমতার পতন কি একুশের আগেই ? চলছে ভাঙ্গন। তার মধ্যে গোদের উপর বিষ ফোড়া মন্ত্রী সভা থেকে শুভেন্দুর পদত্যাগ। তাতে তৃণমূলের ফাটল আরো চওড়া হলো। অস্বস্তি আরো বাড়লো মমতার। এই পরিস্থিতিতে হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের , হয়তো তৃণমূল দলটাই না উঠে যায়। কেউ কেউ বলছে ২১সের বিধানসভা ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে রাজ্যের শাসক দল।
এদিকে ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য অন্ধ্রপ্রদেশ এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল দেওধর একটি জাতীয় সংবাদ মাধ্যমে বলেন, আগামী ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে। বাংলায় তৃণমূল কংগ্রেসের পতনের জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যের সাধারণ মানুষের কাছে মমতার গ্রহনযোগ্যতা শেষ হয়ে গিয়েছে , সেই কথাটা তিনি বিশ্বাস করতেন না। তাই ১৯সের লোকসভা নির্বাচনের ফল তৃণমূল কংগ্রেসের পক্ষে যথেষ্ট খারাপ হয়েছে। সারা দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরো একবার বিজেপির সরকার গঠিত হয়েছে। তার সঙ্গে বাংলায় বিজেপির একটা বৃহত্ উত্থান হয়েছে। একুশে তারাই সরকার তৈরী করবে বাংলাতে।
আরো পড়ুন :- জোর ধাক্কা তৃণমূল শিবিরে ! বিজেপিতে যোগ দিলেন এক বিধায়ক
আগামী বিধানসভার নির্বাচনে তৃণমূল ও বিজেপির মুখোমুখি লড়াই হবে। ভোট শতাংশের হিসাব দেখলে এখন তৃণমূল কংগ্রেসের ৪৩ শতাংশ ভোট এবং বিজেপির ৪০ শতাংশ ভোট রয়েছে। অর্থাত্ মাত্র ৩ শতাংশ ভোটের ব্যবধান রয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। সিপিএমের ভোট মাত্র ৮ শতাংশ প্রায় আর জোট সঙ্গী কংগ্রস ৬ শতাংশ। তাই হাড্ডাহাড্ডি ২০২১ বিধানসভা বিজেপি বনাম তৃণমূল।
Highlights
1. মমতার পতন কি একুশের আগেই ?
2. হাড্ডাহাড্ডি ২০২১ বিধানসভা বিজেপি বনাম তৃণমূল
#BJP #TMC